• উত্তুরে হাওয়ার দাপটে শীতের আমেজ রাজ্যজুড়ে, নেই শৈত্যপ্রবাহের পূর্বাভাস
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার বড়দিনে রাজ্যজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা একলাফে অনেকটা কমে গিয়েছে। তাতে আরও তীব্র হয়েছে শীতের আমেজ। তবে রাজ্যের কোথাও শৈত্যপ্রবাহ পরিস্থিতি সৃষ্টির কোনও পূর্বাভাস আবহাওয়া দপ্তর এদিন দেয়নি। কলকাতাসহ রাজ্যের অধিকাংশ জায়গায় বৃহস্পতিবার ছিল মরশুমের শীতলতম দিন। দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী দু-একদিনে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামতে  পারে। তারপরে বছরের শেষদিনগুলিতে তা মোটামুটি স্থিতিশীল থাকবে। জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। এদিন দক্ষিণবঙ্গে সবথেকে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল বীরভূমের শ্রীনিকেতনে (৮.৫ ডিগ্রি)। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (১৩.৭) স্বাভাবিকের থেকে কিছুটা কম ছিল। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমে ১২-১৩ ডিগ্রির মধ্যে চলে আসতে পারে। তবে এই দফায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে যাওয়ার সম্ভাবনা কম বলে আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে আলিপুরদুয়ারে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি। শৈলশহর দার্জিলিংয়ে  সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি রেকর্ড হয়েছে। 

    পশ্চিম হিমালয়ের উপর থাকা পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় উত্তুরে হাওয়া বৃহস্পতিবার থেকে আরও সক্রিয় হওয়ার কারণে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। ২৭ ডিসেম্বর নাগাদ পশ্চিম হিমালয়ে একটি নতুন ঝঞ্ঝা আসছে। এটি অবশ্য দুর্বল প্রকৃতির হবে। তাই আবহাওয়াবিদরা আশা করছেন, উত্তুরে হাওয়ার সক্রিয়তা আপাতত থাকবে। পশ্চিমাঞ্চলের যেসব জায়গায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ৮-৯ ডিগ্রিতে নেমে গিয়েছে সেখানে তাপমাত্রা আরও কম হওয়ার সম্ভাবন কম বলে আবহাওয়বিদরা জানিয়েছেন। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি কম ছিল। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত ৪.৫ ডিগ্রি কম হলে তবেই শৈত্যপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলা হয়। সেরকম সম্ভাবনার কথা বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া দপ্তর দেয়নি। তবে ঝাড়খণ্ডের কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানানো হয়েছে। এর কোনও প্রভাব পশ্চিমাঞ্চলের ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে শেষপর্যন্ত পড়ে কি না সেটাই দেখার।
  • Link to this news (বর্তমান)