• পার্ক স্ট্রিটের ভিড়ে কেপমারি আটকাতে লালবাজারের টিম
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়দিনের আগের রাত থেকেই জমে উঠেছিল পার্ক স্ট্রিট। প্রতিদিন বাড়ছে উৎসুক জনতার ঢল। যার রেশ থাকবে বর্ষবরণের রাত পর্যন্ত। বিকেলের পর থেকে আলোর রোশনাই দেখতে ভিড় জমছে শহরের এই হট-স্পটে। একইসঙ্গে অতিরিক্ত ভিড়ে সক্রিয় হয়ে উঠছে পকেটমার, কেপমার গ্যাং। গোটা সপ্তাহ জুড়েই পার্ক স্ট্রিটে ভিড় জমবে। বর্ষশেষ ও বর্ষবরণের রাতে এই এলাকায় ভিড় আরও বাড়বে। তার জেরে আগেভাগেই সতর্ক লালবাজার। বছরের শেষ সপ্তাহজুড়ে অপরাধ রুখতে ম্যান-মার্ক করবে কলকাতা পুলিশ। গোয়েন্দা বিভাগের ওয়াচ শাখার অ্যান্টি ক্রাইম পেট্রোলিং নামছে পথে। 

    লালবাজার সূত্রে খবর, পার্ক স্ট্রিট এলাকায় তৈরি করা হয়েছে ১১টি ওয়াচ টাওয়ার। ওয়াচ শাখার গোয়েন্দারা উপর থেকে দূরবিন দিয়ে নজরদারি চালাবেন। ভিড়ের মধ্যে সন্দেহজনক গতিবিধির উপর কড়া নজর রাখবেন তাঁরা। কোথাও সন্দেহজনক মুভমেন্ট দেখলে ওয়্যারলেস যন্ত্রের মাধ্যমে ভিড়ে মিশে থাকা সাদা পোশাকের পুলিশের নজরে তা আনা হবে। তখনই সন্দেহভাজন ব্যক্তিকে পাকড়াও করে শ্রীঘরে নিয়ে যাওয়া‌ হবে। ভিড়ের মধ্যে অনেক সময় ছিনতাই, পকেটমারির ঘটনাও ঘটে। অনেক মহিলা চোরও ঘুরে বেড়ায় ভিড়ের মধ্যে। তাদের জব্দ করতে সাদা পোশাকে ঘুরবে মহিলা পুলিশ। গোয়েন্দা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, পুজো, বড়দিন ও বর্ষবরণের রাতগুলিতে সক্রিয় হয়ে ওঠে গুজরাতি গ্যাং। যেখানে মহিলা কেপমাররা টার্গেট করে পুরুষদের। লালবাজার জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও মহিলা অপরাধীদের রুখতে ৩০০ জন মহিলা পুলিশকে মোতায়েন করা হয়েছে। ১ জন ইনস্পেকটর পদমর্যাদার অফিসারের অধীনে দায়িত্ব সামলাবেন ৯ জন মহিলা সাব ইনস্পেকটর। একইসঙ্গে পার্ক স্ট্রিট চত্বরে এদিন থাকছেন ২৬১ জন মহিলা কনস্টেবল। 

    অন্যদিকে, বর্ষবরণ উপলক্ষ্যে শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে লালবাজার। ইতিমধ্যেই প্রতিটি থানায় একটি নির্দেশিকা পাঠিয়েছেন পুলিশ কমিশনার। তাঁর সাফ নির্দেশ, শহরের প্রতিটি এন্ট্রি ও এগজিট পয়েন্টে  প্রতিদিন বিকেলের পর থেকে মধ্যরাত পর্যন্ত অ্যান্টি ক্রাইম পেট্রোলিং চালাতে হবে। সেই নির্দেশিকা অনুযায়ী, সমস্ত থানাগুলি স্থানীয় হোটেল, বার, রেস্তরাঁয় অভিযান চালাচ্ছেন। লালবাজার জানিয়েছে, ২৪ ডিসেম্বর রাতে শহরজুড়ে অভব্যতার অভিযোগে ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে ট্রাফিক বিধি ভঙ্গের অভিযোগে ৩৮২টি মামলা রুজু করেছে ট্রাফিক বিভাগ।  
  • Link to this news (বর্তমান)