• ১৩.৭, চার বছরে শীতলতম বড়দিন
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত চারবছরের মধ্যে শীতলতম বড়দিন পেল কলকাতা। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমের শীতলতম দিন তো বটেই, পাশাপাশি গত চারবছর ২৫ ডিসেম্বর শহরের যা তাপমাত্রা ছিল, সেই রেকর্ডও ছাপিয়ে গিয়েছে ২০২৫। বড়দিনে এরকম শীত ২০২০ সালে শেষ পেয়েছিল শহর। সেদিনও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি। অনেকেই বলছেন, ‘চারবছর বাদে কলকাতায় ফিরল মহামারী সময়কালের শীত।’

    এত হিসেব তো মানুষ পরে জানল। তার আগেই শুক্রবার কনকনে ঠান্ডায় শরীর ডুবিয়ে সকালেই বের হয়ে পড়েছিল জনতা। বৃহস্পতিবার সকালে শহরে ঠান্ডা বাতাসের মৃদু স্রোত। রোদ ছিল বটে, তবে তা নরম। ঘাম বেরনোর প্রশ্নই ওঠেনি। এমনই বড়দিন তো চেয়েছিল কলকাতা। নইলে পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা কিংবা ইকো পার্ক ঘোরার আমেজই আসে না। কলকাতার আশপাশে তাকালে এদিন সবচেয়ে কম তাপমাত্রা পেয়েছে দমদম। সেখানে ছিল ১৩ ডিগ্রি। আর সল্টলেক ও বারাকপুরে যথাক্রমে ১৩.৫ ও ১৩ ডিগ্রি। শহরতলির কথা ধরলে, কল্যাণী সবথেকে কম, ১২ ডিগ্রি। 

    এই ঠান্ডায় সবচেয়ে অসুবিধায় পড়েছে খুদেরা। ভিক্টোরিয়া হোক বা বাসের জানলার ধার, ওরা টুপি কিছুতেই পরবে না। এদিকে মা-বাবারা টুপি পরিয়েই ছাড়বেন। তাঁরা টুপির দড়ি শক্ত করে বেঁধে দেন, আর ছোট হাতে তা খোলার প্রাণপণ চেষ্টা করে ওরা। না পারলে চোখের কোল ভিজে ওঠে। আর প্রতিবাদী কণ্ঠে বারবার বলে ওঠা, ‘কুটকুট করছে তো। খুলে দাও।’ চবে বড়োরা ঠান্ডার সুযোগে মাফলার, সোয়েটার, টুপি, স্কার্ফের স্টাইল ছাড়তে চাননি। এদিন ছবি তোলার সাবজেক্টই হয়ে গিয়েছিল শীতপোশাক। উল্টো ছবিও আছে অবশ্য। বিকেলে পার্ক স্ট্রিটে এক তরুণী আলো জ্বলে ওঠা মাত্রই সোয়েটার খুলে ফেললেন। পোজ দিয়ে দাঁড়ালেন। ক্লিক ক্লিক ছবি তুলল বন্ধুরা। ছবিটা উঠল ভালোই। তারপর সোয়েটার উঠল গায়ে। তবে বিকেল গড়াতেই ঠান্ডা বাড়ল। সে কারণে অনেকে বেশিক্ষণ থাকেননি খোলা ময়দানে। দমদম থেকে আসা সুমন বিশ্বাস বললেন, ‘ময়দানে এত ঠান্ডা হাওয়া! বেশিক্ষণ বসার রিস্ক নিলাম না। ময়দান থেকে হেঁটেই পার্ক স্ট্রিট গেলাম।’ 

    ঠান্ডা নিয়ে কারও কোনও অভিযোগ শোনা গেল না। হাত ঘষতে ঘষতে বাঙালি বড়দিনে বলল, ‘শীত এরকম ফর্মেই থাকুক। তবেই তো জমবে মজা নিউ ইয়ারে।’ 
  • Link to this news (বর্তমান)