• দীর্ঘদিন অবহেলার পর কাশিমপুর গ্রামে অবশেষে শুরু উন্নয়নের কাজ
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: উন্নয়নের মূল স্রোত থেকে একপ্রকার বিচ্ছিন্ন ছিল গোটা এলাকা। অবশেষে ব্লক ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বারাসত ১ ব্লকের কাশিমপুর পঞ্চায়েতের ভিলপাড়ায় শুরু হয়েছে উন্নয়ন। ইতিমধ্যেই কিছু কাজ সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য ও স্যানিটেশনের সমস্যা দূর করতে তিনটি কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে। তা ব্যবহারও করছেন এলাকার বাসিন্দারা। এছাড়া একাধিক প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। 

    বারাসত ১ ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের ভিলপাড়া এলাকাটিতে মূলত আদিবাসী মানুষের বসবাস। বাম আমলে জাতীয় সড়কের পাশে খাস জমির ১ শতক করে দেওয়া হয়েছিল এই আদিবাসী পরিবারগুলিকে। তখনই তৈরি হয় রাস্তা। কিন্তু তারপর আর কোনও উন্নয়নের কাজ হয়নি ওই এলাকায়, এমনটাই দাবি বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা ও নিকাশি ব্যবস্থা বেহাল। বর্ষা এলেই রাস্তার উপর জল জমে যেত। চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ত। ছিল পানীয় জলের সমস্যাও। তাই এবার রাস্তা, ড্রেন ও লিচ পিট নির্মাণ হবে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপশি এলাকার নিরাপত্তা ও আলোকসজ্জার দিকটিতেও গুরুত্ব দিয়েছে প্রশাসন। এলাকায় দু’টি হাইমাস্ট লাইট বসবে। এছাড়া রাস্তা সংস্কার, শৌচাগার তৈরি ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। তবে, জমি সংক্রান্ত একটি জটিলতার কথাও স্বীকার করেছে প্রশাসন। ভিলপাড়ায় বেশ কিছু বাড়ির অবস্থান জেলা পরিষদের রাস্তার ম্যাপের মধ্যে পড়ে যাওয়ায় পাট্টা দেওয়া মুশকিল হয়েছে। এছাড়া আদিবাসী পরিবারগুলির বাড়ির অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ। সেই বিষয়টি মাথায় রেখে বিশেষ ভাবনাও নিয়েছে প্রশাসন।

    এনিয়ে বারাসত ১-এর বিডিও রাজীব দত্তচৌধুরী বলেন, আদিবাসী মানুষের বসবাসের এই এলাকাকে সাজিয়ে তোলার প্রক্রিয়া চলছে। রাস্তাঘাট থেকে শুরু করে শৌচাগার– সবটাই তৈরি করা হচ্ছে। এছাড়া আদিবাসী পরিবারের মাথার উপর ছাদের জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি। স্থানীয় বাসিন্দা ছবি আড়ি ও অনুপ সর্দারদের কথায়, আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলাম। ভোটের সময় কেবল প্রতিশ্রতি পেয়েছি। কিন্তু এবার কাজের কাজ হল। আমাদের দাবি, কাজটা যেন সঠিকভাবে হয়।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)