শুক্রবার সকালে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের কচ্ছ অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ধরা পড়ে ৪.৪। শুক্রবার ভোর সাড়ে চারটেতে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অবস্থিত। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি।
ভিন জাতের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে আপত্তি ছিল বাবা-মায়ের। সম্পর্ক ভেঙে দিতে বলেছিলেন তাঁরা। কিন্তু সে কথা না শোনায় রাগে ১৭ বছরের নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করার ইভিজগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার করিমনগরে। প্রথমে ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও, ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে বাবা-মাকে আটক করে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের মধ্যেই এক ছাত্রকে গুলি করে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ক্যানাডার টরন্টোর স্কারবরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে। পুলিশ জানিয়েছে, বছর ২০-র শিবাঙ্ক অবস্থি ওই বিশ্ববিদ্যালয়ের ডাক্তারির ছাত্র ছিলেন। কে বা কারা এই ঘটনায় জড়িত তার তদন্ত করছে পুলিশ।
চলতি মরশুমে সবচেয়ে শীতল দিন পেল কলকাতা। বড়দিনের রাতে শহরের তাপমাত্রা পৌঁছল ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বৃহস্পতিবার রাতে কলকাতার তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াআ, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শীতের দাপট। দার্জিলিং পার্বত্য এলাকায় তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে, দার্জিলিং সমতলে ৮ ডিগ্রি। পশ্চিমাঞ্চলেও তাপমাত্রা ঘোরাফেরা করছে ৮ থেকে ১১ ডিগ্রির মধ্যে।