নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্যের ১১টি জেলা থেকে আসা প্রায় ২০০ জন প্রকৃতি পাঠ শিবিরে যোগ দিল কালিম্পংয়ের ফাগুতে। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে আজ, শুক্রবার থেকে শুরু হওয়া ওই প্রকৃতি পাঠ শিবির চলবে আগামী পাঁচ দিন। প্রকৃতির মাঝে থেকে ছাত্রছাত্রীরা যাতে আরও বেশি করে সবকিছু চিনতে পারে, সেই জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন জলপাইগুড়ি সায়েন্স ক্লাবের সম্পাদক রাজা রাউত। ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকের অভিভাবক যোগ দিয়েছেন এই নেচার ক্যাম্পে। রয়েছেন ২০ জন শিক্ষক-শিক্ষিকা।তাঁরা পড়ুয়াদের হাতে কলমে প্রকৃতিকে চেনাবেন। নদী ও জঙ্গল ঘেরা পাহাড়ি এলাকায় এই ক্যাম্পে প্রকৃতিকে চেনার পাশাপাশি রোমাঞ্চের হাতছানি মুগ্ধ করছে পড়ুয়াদের। জলপাইগুড়ি সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এবার ৩৫তম প্রকৃতি পাঠ শিবিরে অংশগ্রহণ করে দারুণ খুশি জলপাইগুড়ি সুনীতিবালা সদর গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী সৃজা ভৌমিক। তার কথায়, বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রকৃতিকে সংরক্ষণ করা খুবই জরুরি। এই শিবিরে এসে প্রকৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। খুবই ভালো লাগছে।