নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতলতম বড়দিন পালন করেছে রাজ্য থেকে শহরবাসী। গতকাল, বৃহস্পতিবারের তুলনায় আজ, শুক্রবার আরও কমেছে তাপমাত্রা। সেই কারণেই এখনও পর্যন্ত আজ, শুক্রবার শহরে মরশুমের শীতলতম দিন বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম।গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, শুক্রবার সকালে শহরের আকাশে হাল্কা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়তেই পরিষ্কার হয়ে যায়। হাওয়া অফিসের পূর্বাভাস এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাজ্য থেকে শহরে হু হু করে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। তাই নামছে পারদ। আজ, শুক্রবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে বীরভূমের শান্তিনিকেতনে, ৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস।