• সান্তাক্লজ়ের অজ্ঞান হয়ে যাওয়ার ভিডিয়ো, খ্রিস্টান ভাবাবেগে আঘাতের অভিযোগে আপ নেতার বিরুদ্ধে FIR
    এই সময় | ২৬ ডিসেম্বর ২০২৫
  • দমবন্ধকর পরিস্থিতি দিল্লিতে। বায়ুদূষণ লাগাম ছাড়িয়েছে। নিঃশ্বাস নেওয়াই দায়। বড়দিনেও পরিস্থিতি বদলায়নি। এমন বায়ুদূষণের জেরে সান্তাক্লজ় পর্যন্ত অজ্ঞান হয়ে যাচ্ছেন বলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন দিল্লি আম আদমি পার্টির সভাপতি সৌরভ ভরদ্বাজ। তা নিয়ে ব্যাপক জলঘোলা হয়। অবশেষে শুক্রবার খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সৌরভের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন আইনজীবী খুশবু জর্জ। একই সঙ্গে বুরাড়ির বিধায়ক সঞ্জীব ঝা এবং আদিল আহমদ খানের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

    পুলিশের অভিযোগ, গত ১৭ এবং ১৮ ডিসেম্বর নিজেদের X হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সৌরভরা। সেখানে দেখা যাচ্ছে, সান্তাক্লজ়ের মতো পোশাক পরা এক ব্যক্তি দিল্লির রাস্তায় ঘুরছেন। আর সৌরভ কনট প্লেসে দাঁড়িয়ে বায়ুর মান মাপছেন। তার পরেই সান্তাক্লজ়ের পোশাক পরা ওই ব্যক্তির কানের কাছে গিয়ে বললেন, ‘এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৩৭৬’। এটা শুনেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন সান্তাক্লজ়।

    এমন ভিডিয়ো দেখে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে খ্রিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলেছেন খুশবু। তাঁর দাবি, সান্তাক্লজ়ের পোশাক পরানো মানুষদের রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছে। খুশবু বলেন, ‘অভিযুক্তরা সিপিআর দেওয়ার ভান করছিলেন। সান্তাক্লজ়ের পবিত্রতা এবং বড়দিনের প্রতীককে উপহাস করার জন্যই এই কাজ করা হয়েছে।’

    খ্রিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ অবশ্য সরাসরি খারিজ করে দিয়েছেন সৌরভ। তাঁর কথায়, ‘লাজপত নগরে খ্রিস্টান মহিলাদের হুমকি দেওয়া হয়েছে। তাঁদের থামিয়ে জোর করে খুলে নেওয়া হয়েছে সান্তার টুপি। কিন্তু সেখানে কোনও FIR দায়ের হয়নি। কাটনিতে পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রী সান্তাক্লজ় নিয়ে অত্যন্ত আপত্তিকর ও অশালীন মন্তব্য করেছিলেন। কিন্তু মানুষ হাততালি দিয়েছিলেন, কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি।’

    বায়ুদূষণ নিয়ে দিল্লি সরকার ও কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে সৌরভ বলেন, ‘সান্টাক্লজ়ের ভিডিয়োয় নাটকের মাধ্যমে আমরা বায়ুদূষণের সমস্যা তুলে ধরতে চেয়েছি। এতেই দিল্লি আর কেন্দ্রীয় সরকারের খুব সমস্যা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)