• BLA তহবিলের টাকায় বিজেপির কার্যালয়ে 'বার'?
    এই সময় | ২৬ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, বর্ধমান: বিধানসভা ভোটের আগে পূর্ব বর্ধমানের জামালপুরে নতুন করে অশান্তি ছড়াল পদ্ম শিবিরে। অভিযোগ, বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসুর অনুগামীদের হাত ধরে দলের জামালপুর কার্যালয়কে মদের আসর বা ‘বার’ বানানো হয়েছিল। বুধবার রাতে আদি নেতাকর্মীরা হঠাৎ ঢুকে কাটোয়া সাংগঠনির জেলার সাধারণ সম্পাদক সৌমেন হাজরা, ৩ নম্বর মণ্ডল সভাপতি অসীম শীল, ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, ৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সমীরণ দাস–সহ আরও কয়েকজন অনুগামীকে হাতেনাতে ধরেন এবং তাঁদের উপর ব্যাপক মারধর চালানো হয় বলে অভিযোগ।

    ঘটনার পরে বিজেপি দলীয় কার্যালয়ে থাকা বিভিন্ন মদের বোতল এবং গ্লাসের ছবি ও ভিডিয়ো (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার আরও কয়েকজন অনুগামীকে মারধরের অভিযোগ ওঠে। আদি নেতাদের দাবি, বিএলএ–২ তহবিলের টাকা আত্মসাৎ করা হয়েছে। পিন্টু সাহা নামে এক আদি বিজেপি কর্মী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমাদের বুথের বিএলএ-২ এর টাকা সৌমেন, জেলা সভানেত্রী, মণ্ডল সভাপতিরা মেরে দিয়েছে। প্রধানমন্ত্রীর বাংলা সফরের আগে প্রতিটি শক্তিকেন্দ্রের জন্য পাঠানো পাঁচ হাজার টাকা পথসভা না–করে মেরে দিয়েছে ওরা।’ জামালপুর বিধানসভা বিজেপি–র ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘দলীয় কার্যালয় আমাদের মন্দির। সেটাকে বার বানিয়ে দিয়েছে জেলা সভানেত্রীর কাছের লোকেরা। আমরা ছেড়ে কথা বলব না। স্মৃতিকণা বসুর পদত্যাগ চাই।’

    তৃণমূল নেতা দেবু টুডু মন্তব্য করেছেন, ‘যতিন ম— মদ, মনোযোগহীনতা ও মারধর দিয়ে চলছে বিজেপি। নেতারা কর্মীদের পেটাচ্ছে, কার্যালয়কে বার বানানো হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে আমাদের রাজ্যে বিলীন হয়ে যাবে।’ স্মৃতিকণা বসুর দাবি, তাঁর কাছে কোনও অভিযোগ নেই। তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)