এই সময়, নৈহাটি: গত ১৩ বছর ধরে নৈহাটির বিধায়ক ছিলেন পার্থ ভৌমিক। ২০২২ সাল থেকে ২০২৪–এর মাঝামাঝি পর্যন্ত রাজ্য সেচ দপ্তরে মন্ত্রীও হয়েছিলেন। পরবর্তীতে দলের নির্দেশে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংয়ের বিপরীতে প্রার্থী হয়ে সাংসদ নির্বাচিত হন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। বেশ কিছুদিন ধরেই নৈহাটিতে কান পাতলেই শোনা যাচ্ছে, পার্থ ভৌমিক ফের বিধানসভায় প্রার্থী হচ্ছেন। ভবিষ্যতে তিনি মন্ত্রীও হতে পারেন।
বুধবার নৈহাটি উৎসবে যোগ দিতে এসে পার্থ ভৌমিকের উপস্থিতিতেই সেই জল্পনায় জল ঢেলে দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘পার্থ যেন সাংসদ পদ ছেড়ে বিধায়কের জন্য চেষ্টা না করেন।’ তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।
ব্যারাকপুর লোকসভায় বিজেপির সাংসদ ছিলেন বাহুবলী নেতা অর্জুন সিং। সেই সময় গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুনের একচেটিয়া দাপট ছিল। তখন ব্যারাকপুর শিল্পাঞ্চলে বোমাবাজি, খুন, রাজনৈতিক সংঘর্ষ লেগেই থাকত। গত লোকসভা ভোটের আগে সেই অর্জুন গড় থেকে গুণ্ডারাজ খতম করার ডাক দিয়েছিলেন পার্থ ভৌমিক। পার্থ সাংসদ হওয়ার পরে অর্জুনের দাপট অনেকটাই কমেছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, অর্জুনকে চাপে রাখতেই পার্থকে সাংসদ পদ থেকে সরাতে চাইছেন না তৃণমূল নেতৃত্ব। তারই আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন সুব্রত বক্সি।