• ভক্তিগীতি গাওয়ার হেনস্থার অভিযোগ শিল্পীর, বললেন, ‘পরে হয়তো আর গাইতেই দেবে না...’
    এই সময় | ২৬ ডিসেম্বর ২০২৫
  • লগ্নজিতা কাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ভক্তিগীতি গাওয়ায় হেনস্থার অভিযোগ তুললেন সঙ্গীত শিল্পী মধুবন্তী মুখোপাধ্যায়। গত রবিবার নদিয়ার মাজদিয়ার একটি অনুষ্ঠানে রাধা-কৃষ্ণের রাসলীলা নিয়ে রচিত ‘তোমার কুঞ্জ সাজাও গো’ গাইছিলেন তিনি। তাতেই এক দর্শক খেপে গিয়ে তেড়ে আসেন বলে অভিযোগ গায়িকার। তবে গোটা বিষয়টা সামাল দেওয়ার জন্য আয়োজকদের প্রশংসাই করেছেন তিনি। শুধু কাঠগড়ায় তুলেছেন ওই দর্শককে। তবে এমন ঘটনার কথা অস্বীকার করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি লিখিত অভিযোগও দায়ের হয়নি।

    নদিয়ার মাজদিয়ার কৃষ্ণগঞ্জে লালন উৎসব ও লোক সংস্কৃতি মঞ্চের অনুষ্ঠান ছিল। সেখানেই আমন্ত্রণ জানানো হয় গায়িকাকে। মধুবন্তী মূলত লোকশিল্পী। কথায়, ‘শাহ আব্দুল করিমের তোমার কুঞ্জ সাজাও গো গাইছিলাম। গান শেষ হতেই এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন। আমার হাত থেকে মাইক কেড়ে নেন তিনি।’

    মধুবন্তীর অভিযোগ, ওই ব্যক্তির দাবি ছিল, এই সব গান চলবে না। গায়িকার কথায়, ‘আমার হাত থেকে মাইকটা প্রায় ছিনিয়ে নিয়ে দর্শকদের উদ্দেশে বলতে থাকেন, আমরা এই জাতপাতের গান শুনব না। কোনও ধর্মের গান শুনব না। আপনি অন্য গান করুন।’ ওই দর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর ইচ্ছা ছিল মধুবন্তীর। কিন্তু আয়োজকরা গোটা পরিস্থিতি সামলে দেন। ফলে তিনি আর থানায় যাননি। সে কথা তিনি নিজেই জানিয়েছেন।

    স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম বিশ্বাসই তাঁকে আমন্ত্রণ করেন বলে জানান মধুবন্তী। তাঁর কথায়, ‘কমিটি মেম্বারদের জন্যই কোনও স্টেপ নিইনি। তাঁরা ভদ্রলোক। ঘটনার পরেই তিনি স্টেজে এসে বলে দেন, শিল্পী তাঁর নিজের পছন্দ মতো গান গাইবেন। যাঁর খারাপ লাগবে তিনি যেন চলে যান।’

    কেন বারবার শিল্পীদের সঙ্গে এমন ঘটনা ঘটবে, সেই প্রশ্ন তুলে নিজের ফেসবুক থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন মধুবন্তী। নাম না করে লগ্নজিতার প্রসঙ্গও তোলেন তিনি। গায়িকা বলেন, ‘কেন শিল্পীদের বারবার এমন বিরোধিতার মুখে পড়তে হবে? ধর্মের গান শুনব না, জাতপাতের গান শুনব না, সেকুলার গান গাইতে হবে...আমি জানি না, সেকুলার গান কাকে বলে? সময় থাকতে সতর্ক হন...কোনও দিন হয়তো আমাদের গান গাওয়াই বন্ধ করে দেবে।’ তবে কৃষ্ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) রজতশুভ্র দাস বলেন, ‘এমন কোনও ঘটনা ঘটেনি।’ আয়োজক গৌতম বিশ্বাসের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিল এই সময় অনলাইন। তিনি বলেন, ‘এখন গাড়ি চালাচ্ছি, এই নিয়ে পরে আলোচনা করব।’

    উল্লেখ্য, গত শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের অনুষ্ঠানে ‘জাগো মা’ গান গাওয়ায় লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত অভিযুক্ত মেহবুব মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।

  • Link to this news (এই সময়)