• নাবালিকার বিয়ে রুখল ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত BSF
    এই সময় | ২৬ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, স্বরূপনগর: নাবালিকার বিয়ে রুখলেন ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে স্বরূপনগর থানা এলাকার উত্তর ভাদুড়িয়া গ্রামে। গোপন সূত্রে বিএসএফ আধাকারিকরা জানতে পারেন, স্থানীয় একটি গ্রামে দু'জন অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের বিয়ের আসর বসতে চলেছে।

    ছেলের বয়স ১৮ ও মেয়ের বয়স ১৫ বছর। উত্তর ভাদুড়িয়া গ্রামে ছেলের মামার বাড়িতে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। বিষয়টি জানতে পেরেই বিএসএফের ১০২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সঙ্গে সঙ্গে বিষয়টি স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক অরিন্দম হালদারকে জানান।

    তিনি বিয়ে আটকাতে পুলিশ পাঠান। পৌঁছে যান বিএসএফের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট-এর হেড কনস্টেবল দিলীপ সোয়াইন-সহ বিএসএফ আধিকারিকরা। পরবর্তীতে পুলিশ ও বিএসএফের যৌথ প্রচেষ্টায় নাবালক ও নাবালিকার বিয়ে বন্ধ করা সম্ভব হয়।

  • Link to this news (এই সময়)