• নিয়ম ভাঙায় জরিমানার বদলে হাতে কেক তুলে দিল পুলিশ!
    এই সময় | ২৬ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, বর্ধমান: নিয়ম ভেঙে গাড়ি চালানোয় কেক খাইয়ে নিয়ম মেনে চলার বার্তা। বড়দিনে বিশেষ ভূমিকায় দেখা গেল বীরহাটা ট্র্যাফিক পুলিশকে। আর পাঁচটা দিনের মতো বৃহস্পতিবারও মোটরবাইক ও স্কুটিতে অনেকেই বেরিয়েছিলেন মাথায় হেলমেট না–পরেই।

    তবে তাঁদের দাঁড় করিয়ে অন্য দিনের মতো জরিমানা করা হয়নি, বদলে কেক খাইয়ে সতর্ক করা হয়। এ দিন সকালে বর্ধমানের কার্জন গেট চত্বরে ট্র্যাফিক পুলিশের এই ব্যতিক্রমী পদক্ষেপের সাক্ষী থাকলেন পথচলতি মানুষ। সেই সঙ্গে রাস্তায় শিশুদের দেখতে পেলেই তাদের হাতেও কেক তুলে দিয়েছেন ট্র্যাফিক পুলিশের কর্মীরা।

    বীরহাটা ট্রাফিকের ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায় বললেন, ‘বর্ধমান শহরে পথ দুর্ঘটনা কমাতে চাই আমরা। তার জন্য বাইক ও স্কুটির হেলমেটবিহীন চালকদের সচেতন করতে এ দিন একটু অন্য রকম উদ্যোগ নেওয়া হলো।’

    তিনি জানান, এ দিন বাসের চালক এবং কন্ডাকটরদেরও সচেতন করা হয়েছে। পুলিশের এই ভূমিকায় বেশ আনন্দ পেয়েছেন দু’চাকার গাড়ির চালকরা। তাঁদেরই কয়েক জন তরুণ কুমার, অনিকেত চৌধুরী ও অভিরূপ দাস বললেন, ‘বিনা হেলমেটে যাচ্ছিলাম। কার্জন গেটে দাঁড় করিয়ে ট্র্যাফিক পুলিশ কেক খাইয়ে হেলমেট পরতে বলল। এর পর থেকে অবশ্যই পরব।’

  • Link to this news (এই সময়)