• গাছে ধাক্কা মেরে মৃত্যু অটোচালকের, মালদায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা
    এই সময় | ২৬ ডিসেম্বর ২০২৫
  • মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক অটোরিকশা চালকের। পুরাতন মালদা থানার কালুয়াদিঘি এলাকার শুক্রবার সকালের ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডালখোলা-বকখালি ১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি গাছে ধাক্কা মারেন অটোরিকশা চালক। ঘটনায় অটোচালক বুধু মণ্ডলের (৪৫) মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি, পুরাতন মালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ জোড়া কালীস্থান এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বুধু অটোরিকশা নিয়ে আটমাইল থেকে ফিরছিলেন। সেই সময়েই পিছনের একটি গাড়িকে যাওয়ার জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান ওই অটোরিকশা চালক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

    স্থানীয়রাই প্রথমে দুর্ঘটনাটি লক্ষ্য করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জাতীয় সড়কের প্যাট্রোলিং টিম এসে পৌঁছয়। তারাই দেহ উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসকরা বুধুকে মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুরাতন মালদা অটো ইউনিয়নের সদস্যরা। অটো ইউনিয়নের সম্পাদক সিটু শেখ দুঃখপ্রকাশ করে জানান, জাতীয় সড়ক দিয়ে বেপরোয়া ভাবে এবং দ্রুতগতিতে বড় গাড়িগুলো যাতায়াত করার ফলেই এমন দুর্ঘটনা ঘটে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্যাট্রোলিং অফিসার সন্তোষ মিশ্র জানান, দুর্ঘটনার খবর পেয়ে প্যাট্রোলিং টিম ঘটনাস্থলে পৌঁছয়। অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়।

  • Link to this news (এই সময়)