• খুনের মামলায় BDO প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন পুলিশের
    এই সময় | ২৬ ডিসেম্বর ২০২৫
  • দত্তাবাদের ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করল বিধাননগর কমিশনারেট, অন্তত সূত্রের খবর এমনটাই। ওই খুনের ঘটনায় মূল অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন। এই খুনের মামলায় ইতিমধ্যেই প্রশান্ত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

    কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন রাজগঞ্জের বিডিও। সেই আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। তারপরে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেন প্রশান্ত বর্মন। যদিও এখনও দেশের শীর্ষ আদালতে মামলা লিস্টিং হয়নি। এর মধ্যেই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করল পুলিশ।

    দত্তাবাদের ব্যবসায়ীর খুনের ঘটনায় বারাসত আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন বিডিও প্রশান্ত বর্মন। পরে গত সোমবার কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। শুধু তাই নয়, সেদিন হাইকোর্ট জানিয়ে দেয় প্রশান্ত বর্মনকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার প্রশান্ত বর্মন সুপ্রিম কোর্টে গিয়েছেন। কিন্তু সূত্রের খবর, এখনও সেখানে মামলা লিস্টিং হয়নি। তার আগেই ৭২ ঘণ্টা কেটে যাওয়ার পরে বিধানননগর পুলিশ কমিশনারেট গ্রেপ্তারির আবেদন করল।

    গত অক্টোবরের একেবারে শেষের দিকে নিউটাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয়েছিল এক স্বর্ণ ব্যবসায়ীর দেহ। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • Link to this news (এই সময়)