আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়তে শুরু করেছে। ক্রমশ বাড়ছে রাজনৈতিক তরজার পারদ। চতুর্থ বার রাজ্যের মসনদ দখলে রাখতে কোনও কসুর রাখবে না শাসকদল তৃণমূল। এর প্রথম ধাপ ছিল গত ২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। ওই দিন গত ১৫ বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান দিয়ে পেশ করেছিলেন ‘উন্নয়নের পাঁচালি’। এই পাঁচালিই এই বছর মূল হাতিয়ার হতে চলেছে তৃণমূলের। সেই অস্ত্রে আরও ধার দিতে উদ্যোগী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
তৃণমূল সূত্রে খবর, ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে দলের পাঁচ হাজার নেতার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করছেন অভিষেক। দলীয় সূত্রে খবর বৈঠকে তিনি বলেন, “আমরাই দেশের একমাত্র ক্ষমতাসীন দল, যারা ক্ষমতায় থাকা অবস্থায় এখন পর্যন্ত করা কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করেছে এবং করবে। অন্য কোনও দল এটা করে না। ২০২১ সালে আমরা ‘বঙ্গধ্বনি যাত্রা’-র মাধ্যমে এটি করেছিলাম এবং এবার ‘উন্নয়নের পাঁচালী’-র মাধ্যমে করছি।”
তিনি আরও বলেন, “আমরা বিনয়ের সঙ্গে আমাদের কাজের রিপোর্ট কার্ড জমা দেব। বিজেপির জবাবদিহি কোথায়? তারা ২০২৪ সালে রিপোর্ট কার্ড জমা দেয়নি। তারা আমাদের ২ লক্ষ কোটি টাকার তহবিল আটকে দিয়েছে এবং এখন জ্ঞান দিচ্ছে যে তৃণমূল এখানে কী করেছে?”
কীভাবে রাজ্যের ‘উন্নয়নের পাঁচালি’র প্রচার করা যায়, সেই সংক্রান্ত নীল নকশাও দলীয় নেতা-কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেবেন অভিষেক। রাজ্যের প্রতিটি ঘরে ‘উন্নয়নের পাঁচালি’ প্রতিটি জেলায় সমন্বয়ক ঠিক করে দেওয়া হবে। তাঁদের নামের তালিকা শনিবার প্রকাশ করা হবে দলের তরফ থেকে। তৃণমূল সূত্রে আরও খবর, আগামী রবিবার অর্থাৎ ২৮ ডিসেম্বর বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) ইস্যুতে এক লক্ষের বেশি বিএলএ-২-র সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন অভিষেক। এসআইআর শুনানি পর্বে কী কী করণীয় তার রূপরেখা তৈরি করে দিতে পারেন তিনি।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলার ঘরে ঘরে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান পৌঁছে দিতে ‘বঙ্গধ্বনি যাত্রা’ শুরু করেছিলেন মমতা। ২০২০ সালে ডিসেম্বর থেকে এই কর্মসূচি শুরু হয়েছিল। এর লক্ষ্য ছিল স্থানীয় স্তরে সংযোগ স্থাপন করা এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা, যেখানে বিধায়ক-নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
২০২১ সালের নির্বাচনে তৃণমূলের মাস্টারস্ট্রোক ছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’। রাজ্যের মহিলাদের জন্য তৈরি এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ইস্যু ছিল কেন্দ্রীয় বঞ্চনা। ২০২৬-এর নির্বাচনের আগে ‘উন্নয়নের পাঁচালি’কেই হাতিয়ার করবে তৃণমূল, ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের।