• কলকাতার ৭ রাস্তায় কুয়াশা নিয়ে সতর্কতা, গাড়ি চালাতে ৬ গাইডলাইন পুলিশের
    আজ তক | ২৬ ডিসেম্বর ২০২৫
  • কলকাতা পুলিশ ‘কুয়াশা নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা ও আশপাশের একাধিক জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা তৈরি হওয়ায়, ভোর ও সকালের দিকে গাড়ি চালানোর সময় চালকদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

    আবহাওয়া দফতরের কুয়াশা সতর্কতার প্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতা পুলিশ এই বিশেষ নির্দেশিকা প্রকাশ করে। #কুয়াশা-সতর্কতা হ্যাশট্যাগ ব্যবহার করে কলকাতা ট্রাফিক পুলিশ সোশ্যাল মিডিয়ায় ছয় দফা পরামর্শ দেয়, যাতে কুয়াশাচ্ছন্ন অবস্থায় নিরাপদে গাড়ি চালানো এবং নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছনোর উপর জোর দেওয়া হয়েছে।

    ট্রাফিক পুলিশের পরামর্শ অনুযায়ী
    • ধীরে ও সাবধানে গাড়ি চালাতে হবে
    • অতিরিক্ত গতি, ওভারটেকিং ও হঠাৎ লেন পরিবর্তন এড়িয়ে চলতে হবে
    • কম বিমের হেডলাইট বা ফগ ল্যাম্প ব্যবহার করতে হবে
    • নিরাপদ দূরত্ব বজায় রেখে ধীরে ব্রেক কষতে হবে
    • ক্যারেজওয়েতে গাড়ি থামানো যাবে না
    • পার্কিংয়ের সময় বিপদসংকেত আলো ও ডিপার ব্যবহার করতে হবে

    কলকাতা পুলিশের ঊর্ধ্বতন ট্রাফিক আধিকারিকরা জানিয়েছেন, শীতের মরসুমে ভোরের দিকে ঘন কুয়াশা সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির অন্যতম প্রধান কারণ হয়ে উঠছে। বিশেষ করে ইএম বাইপাস, ডায়মন্ড হারবার রোড, রেড রোড, খিদিরপুর রোড, বাসন্তী হাইওয়ে ও প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়।

    এক ঊর্ধ্বতন পুলিশ কর্তার কথায়, 'অনেক অভিজ্ঞ চালক ভোরবেলা রাস্তা ফাঁকা দেখে দ্রুতগতিতে গাড়ি চালান। কিন্তু কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এতে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।'

    ১১ ডিসেম্বরের একটি দুর্ঘটনা এই বিপদের বাস্তব চিত্র তুলে ধরেছে। বৈরামপুরের কাছে বাসন্তী হাইওয়েতে ঘন কুয়াশার মধ্যে একটি ট্রাকের ধাক্কায় কলকাতা পুলিশের এসআই শাহবুদ্দিন বিশ্বাসের মৃত্যু হয়। ট্রাকচালক জানান, কুয়াশার কারণে সামনে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না।

    পুলিশের মতে, কুয়াশাচ্ছন্ন অবস্থায় ইএম বাইপাসের সল্টলেক স্টেডিয়াম এলাকা, পিসি চন্দ্র গার্ডেন, চিংড়িঘাটা, গড়িয়ার ঢালাই ব্রিজ বিশেষভাবে দুর্ঘটনাপ্রবণ হয়ে ওঠে। একইভাবে ময়দানের রেড রোড, খিদিরপুর রোড ও হাসপাতাল রোডেও দৃশ্যমানতা হঠাৎ কমে যায়।

    দৃশ্যমানতা বাড়াতে এই সব এলাকায় সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের বদলে সাদা এলইডি আলো বসানোর জন্য আবেদন জানানো হয়েছে, যদিও এখনও সেই প্রস্তাবে সাড়া মেলেনি বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।

    বিশেষজ্ঞদের মতে, ঘন কুয়াশার সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ। একান্তই বেরোতে হলে ডিফ্রস্টার ও ওয়াইপার ব্যবহার করে কাচ পরিষ্কার রাখা, উচ্চ বিম এড়িয়ে চলা এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালানো জরুরি।

     
  • Link to this news (আজ তক)