• সিভিক ভলান্টিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচবিহারের মাথাভাঙায়
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: সিভিক ভলান্টিয়ারের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম হরিশ বর্মন। তিনি কোচবিহারের মাথাভাঙা ২ নং ব্লকের রুইডাঙা গ্রামপঞ্চায়েতের বাসিন্দা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, হরিশ বর্মনের সঙ্গে তাঁর স্ত্রীর ঝামেলা চলছিল বেশকিছুদিন ধরে। সম্প্রতি হরিশের স্ত্রী নিজের বাপের বাড়িতে চলে যায়। গতকাল, বৃহস্পতিবার হরিশ তাঁর স্ত্রীকে আনতে গিয়েছিলেন সেখান থেকে। তারপরে সেখানেই বিষপান করে সে।তড়িঘড়ি তাঁকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হরিশের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয় তাঁকে। আজ, শুক্রবার সকালে সেখানেই মৃত্যু হয় হরিশের। ওই সিভিকের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারের লোকজন। ঘোকসাডাঙা থানার পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে হরিশ বিষপান করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)