• এসআইআর: শুনানির নোটিশ পেয়ে ‘আতঙ্কে’ চন্দ্রকোণায় মৃত্যু হল এক বৃদ্ধের
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: এসআইআরের শুনানির নোটিশ পেয়ে ‘আতঙ্কে’ মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম আলম শেখ(৬৫)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানার মহেশপুরে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার বিকেলে এসআইআরের শুনানির জন্য সংশ্লিষ্ট বিএলও নোটিশ দিতে গিয়েছিলেন তাঁকে। সেই নোটিশ পাওয়ার পরই আলম শেখ দুশ্চিন্তায় পড়ে যান। তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। গতকাল, সন্ধ্যার পর তিনি মারা যান। যদিও এই নিয়ে পুলিশ বা প্রশাসনের কাছে লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি মৃতের পরিবারের তরফে। বিষয়টি নিয়ে চন্দ্রকোণা-২-এর বিডিও উৎপল পাইক বলেন, এসআইআরের শুনানির নোটিশ পাওয়ার দিনে মহেশপুরে এক জনের মৃত্যু হয়েছে শুনেছি। এই নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। তাই ওই ব্যক্তির ঠিক কী কারণে মৃত্যু হয়েছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, আলম শেখ ও তাঁর স্ত্রী নাসিফাজান বিবি নিঃসন্তান। রাজমিস্ত্রির কাজ করে সামান্য উপার্জনে কোনও রকমে চলত তাঁদের দু’জনের সংসার। মহেশপুর ১ নম্বর বুথের বিডিও আসরাফুল্লাহ খান বলেন, নির্বাচন দপ্তরের নির্দেশ মতো আলম শেখের আগামী সোমবার শুনানি রয়েছে। সেই মতো তাঁর বাড়িতে গিয়ে আমি নোটিশ ধরাই। নোটিশ পেয়েই তিনি আমাকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করেন নোটিশটা কিসের। আমি নোটিশ সম্বন্ধে বিস্তারিত জানিয়ে চলে আসি। পরে শুনলাম তিনি মারা গিয়েছেন। 
  • Link to this news (বর্তমান)