• ভুল সংশোধনের সময় এসে গিয়েছে, তৃণমূলে যোগ দিয়ে বললেন পার্নো
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘মানুষ মাত্রই ভুল করে। সেই ভুল সংশোধনের সময় এসে গিয়েছে,’ তৃণমূলে যোগ দিয়ে এই কথাই বললেন অভিনেত্রী পার্নো মিত্র। জল্পনা ছিল আজ, শুক্রবার দুপুরে ঘাসফুল শিবিরে যোগ দেবেন তিনি। সেইমতো এদিন দুপুরে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন পার্নো। যোগদান পর্বে তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে নিজেকে ধন্য মনে করছি।’বছর ঘুরলেও রাজ্যে বিধানসভার নির্বাচন। তার আগে ফুল বদল করে চমক দিয়েছেন টলিপাড়ার নায়িকা। রাজনৈতিক মহলে গুঞ্জন, তাহলে আসন্ন নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী হিসেবে দেখা যেতে পারে পার্নোকে? যদিও সেই প্রশ্নের উত্তর দেননি অভিনেত্রী। ২০১৯-এ গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন পার্নো। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বরানগর থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। যদিও সেই নির্বাচনে শাসকদলের প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন পার্নো। তারপর থেকেই আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। এবার তৃণমূলে ফিরে বছরের শেষে পার্নো দিয়েছেন চমক।  
  • Link to this news (বর্তমান)