সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করে তাঁকে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী। শুধু তা-ই নয়, সেই আগুন ঠেলে দিলেন ছোট্ট মেয়েকেও। হায়দরাবাদের (Hyderabad) নাল্লাকুন্তার ঘটনা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী বেঙ্কটেশ। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ২৪ ডিসেম্বর রাতে ঘটনাটি ঘটে। অভিযোগ, ছেলেমেয়েদের সামনেই স্ত্রী ত্রিবেণীকে বেধড়ক মারধর করেন বেঙ্কটেশ। রাগের মাথায় তিনি এতটাই উন্মত্ত হয়ে গিয়েছিলেন যে, পেট্রল ঢেলে স্ত্রীকে জ্বালিয়ে দেন! পরে সেখান থেকে পালানোর সময় নিজের মেয়েকেও ঠেলে দেন আগুনে। মা-মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। কিন্তু ততক্ষণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ত্রিবেণীর। মেয়ের শরীরেরও অনেকটাই পুড়ে গিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রেম করে বিয়ে করেছিলেন বেঙ্কটেশ এবং ত্রিবেণী। তাঁদের দুই সন্তান। এক ছেলে এবং এক মেয়ে। অভিযোগ, সম্প্রতি স্ত্রীর প্রতি সন্দেহপ্রবণ হয়ে পড়েন বেঙ্কটেশ। স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, এই সন্দেহের বশে তিনি কয়েক দিন ধরে ত্রিবেণীর উপর অত্যাচার চালাচ্ছিলেন। মারধর করছিলেন স্ত্রীকে। তা সহ্য করতে না পেরে দিন কয়েক আগে বাপেরবাড়ি চলে গিয়েছিলেন ত্রিবেণী। পরে বেঙ্কটেশের অনুরোধে তিনি শ্বশুরবাড়ি ফেরেন। তার পরেই এই ঘটনা।