• বিয়ের প্রস্তাবে নারাজ, রাগে নাইট ক্লাবে গৃহবধূকে গুলি! গ্রেপ্তার ‘ঘনিষ্ঠ বন্ধু’
    প্রতিদিন | ২৬ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিছক বন্ধুত্বের মেলামেশা নয়, বান্ধবীকে বিয়ে করে ঘর বাঁধার প্রস্তাব দিয়েছিলেন। তবে বিবাহিত বান্ধবী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাঁকে গুলি করার অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুরুগ্রামের (Gurugram) এমজি রোড লাগোয়া এক নাইটক্লাবে। গুরুতর আহত অবস্থায় যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পুলিশের তরফে জানানো হয়েছে, গত ১৯-২০ ডিসেম্বর রাতে এই হামলার ঘটনা ঘটে। রাতে গুলি চলানোর খবর পেয়ে পুলিশ গিয়ে নাইট ক্লাব থেকে আহত অবস্থায় উদ্ধার করে যুবতীকে। অভিযুক্ত বন্ধুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যুবতীর স্বামী। জানা যাচ্ছে, দিল্লির নজফগড়ের বাসিন্দা কল্পনা (২৫) গুরুগ্রামের (Gurugram) এক ক্লাবে কাজ করতেন। ওইদিন রাত ১টা নাগাদ কল্পনা তাঁর স্বামীকে ফোনে জানান, দিল্লির সঙ্গম বিহারের বাসিন্দা রাহুল তাঁকে গুলি করেছে এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলার স্বামীর দাবি অনুযায়ী, মাসখানেক আগে তুষার নামের ওই যুবক তাঁদের বাড়ি এসেছিলেন। সেখানে তাঁদের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর তুষার চলে যায়। কিন্তু পরিস্থিতি যে এতটা গুরুতর হতে পারে তা আমরা কেউ ভাবতে পারিনি।

    মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের একজন মূল অভিযুক্ত তুষার ওরফে জন্টি (২৫) এবং শুভম ওরফে জনি (২৪)। দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, তুষার একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। ৬ মাস আগে তাঁর পরিচয় হয়েছিল কল্পনার সঙ্গে। কিছুদিন আগে তিনি কল্পনাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু কল্পনা তা খারিজ করে। ১৯-২০ ডিসেম্বর রাতে, তুষার শুভমের সঙ্গে ওই ক্লাবে যান। সেখানে ফের যুবতীকে একই প্রস্তাব দেন। এবারও কল্পনা তা খারিজ করলে তাঁকে গুলি করে অভিযুক্ত। এরপর উত্তরপ্রদেশের বাগপতে পালিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)