‘বাম’ কেরলে ফুটল পদ্ম, ইতিহাস গড়ে মেয়র হলেন বিজেপি নেতা
প্রতিদিন | ২৬ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাম দুর্গ’ কেরলে ইতিহাস গড়ে ফেলল বিজেপি। আগামী বছরই বিধানসভা নির্বাচন রয়েছে দক্ষিণের রাজ্যটিতে। কোনওদিনই কেরলের রাজনীতিতে সেভাবে প্রভাব ফেলতে পারেনি পদ্মশিবির। কিন্তু এবার কেরলের (Kerala) রাজধানী তিরুঅনন্তপুরমের ‘দখল’ গেল বিজেপির (BJP) হাতে। শহরের মেয়র নির্বাচিত হলেন বিজেপি নেতা ভিভি রাজেশ।
১০১ সদস্যের তিরুঅনন্তপুরম পুরসভায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫১টি ভোট গিয়েছে রাজশের ঝুলিতে। কেরল বিজেপির রাজ্য সম্পাদক ইতিাস গড়লেন মেয়র হয়ে। এই প্রথমবার বিজেপি মেয়র পেল তিরুঅনন্তপুরম। গত ৪৫ বছর ধরে এই পুরসভা সিপিএমের দখলে ছিল। কিন্তু বাম দুর্গে ফাটল ধরিয়ে এবার ফুটেছে পদ্ম। ৫০টি ওয়ার্ডে জিতেছেন বিজেপি প্রার্থীরা। নির্দল কাউন্সিলরের সমর্থন নিয়ে মেয়র হিসাবেও নির্বাচিত হলেন গেরুয়া শিবিরের নেতা।
শপথ নেওয়ার পর ভিভি রাজেশ বলেন, “১০১টি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন হবে। দেশের অন্যতম উন্নত শহর হিসাবে গড়ে তোলা হবে তিরুঅনন্তপুরমকে।” কেরলের রাজ্য বিজেপির প্রধান রাজীব চন্দ্রশেখর বলেন, “তিরুঅনন্তপুরম দুর্নীতির আখড়া হয়ে উঠেছিল। গত ৪৫ বছর ধরে ন্যূনতম পরিষেবাটুকু পাননি আমজনতা। অনেক খরচ হলেও কোনও লাভ হয়নি। তবে এবার দেশের সেরা তিনটি শহরের মধ্যে অন্যতম হিসাবে গড়ে তোলা হবে তিরুঅনন্তপুরমকে।”
আগামী বছর কেরলে বিধানসভা নির্বাচন। ২০১৬ সালে কেরলে একটিমাত্র আসন জিতেছিল বিজেপি। কেরলের একমাত্র বিজেপি বিধায়ক ছিলেন ও রাজাগোপাল। গতবার লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অভিনেতা সুরেশ গোপী কেরলের থ্রিশূর আসনে জেতেন। এছাড়া কেরলের রাজনীতিতে একেবারেই দাঁত ফোটাতে পারেনি পদ্মশিবির। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে তিরুঅনন্তপুরমের মেয়র নির্বাচনে জয় বিজেপিকে অক্সিজেন যোগাবে বলেই মত বিশ্লেষকদের।