• ১২ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা, মরশুমের শীতলতম দিনে জবুথবু গোটা বাংলা
    প্রতিদিন | ২৬ ডিসেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: ডিসেম্বরের শেষ সপ্তাহে দাপুটে ইনিংস শীতের। নিজেই নিজের রেকর্ড ভাঙছে তাপমাত্রা। মরশুমে এই প্রথমবার তাপমাত্রার পারদ ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা এবং সংলগ্ন এলাকায় মরশুমের শীতলতম দিন।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে তাপমাত্রার পারদপতন। তারপর দু-তিনদিন একইরকম তাপমাত্রা একইরকম থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৩১ ডিসেম্বর থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। তবে বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে। গত ২৫ ডিসেম্বর তিলোত্তমার তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। তার আগে গত ২১ ডিসেম্বর তাপমাত্রা নেমেছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। ৬ ডিসেম্বর ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল তাপমাত্রা। এদিকে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েকদিনে পশ্চিমের জেলাগুলিতে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে ১১-১৪ ডিগ্রি সেলসিয়াস।

    হাড়কাঁপুনি শীতে জবুথবু উত্তরবঙ্গ। আগামী ২-৩ দিন কোচবিহার ও আলিপুরদুয়ার শীতল দিনের চরম সতর্কতা জারি হয়েছে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪-৫ ডিগ্রি নিচে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকায় এবং উপরের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ৭-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ এবং সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ৯-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এছাড়া ঘন কুয়াশার সতর্কতাও জারি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে।

    বাংলার পাশাপাশি ভিনরাজ্যেও জমিয়ে শীত। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং ঝাড়খণ্ডে চলবে শৈত্যপ্রবাহ। বিহার, উত্তরপ্রদেশ, সিকিম এবং উত্তরাখণ্ডেও ক্রমশ কমছে তাপমাত্রা। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, অসম, মেঘালয়, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং অরুণাচল প্রদেশে।
  • Link to this news (প্রতিদিন)