• রাজ্যে নারী নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ, মৎস্যমন্ত্রীর মন্তব্যে জোর বিতর্ক
    প্রতিদিন | ২৬ ডিসেম্বর ২০২৫
  • রঞ্জন মহাপাত্র, কাঁথি: রাজ্যে ক্রমশ নারী নির্যাতন বেড়েই চলেছে বলে অভিযোগ বিরোধীদের। যদিও সে অভিযোগ নস্যাৎ করে শাসক শিবির। পরিবর্তে সাম্প্রতিক অতীতে একাধিক ধর্ষণের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এই পরিস্থিতিতে উলটো সুর রাজ্যে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর (Biplab Roy Chowdhury)। নারী নির্যাতনের দায় প্রশাসনকে নিতে হবে বলেই দাবি তাঁর। তা নিয়ে নানামহলে উঠেছে বিতর্কের ঝড়।

    রামনগর ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পাশেই আরএসএ ময়দানে নন্দিনী মেলা উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেন মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অখিল গিরি, তৃণমূল নেতা নিতাই সার, অমিয় ভট্টাচার্য, হাবিবুর রহমান। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য, রামনগর ১ ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কুন্তল চট্টোপাধ্যায়ও অনুষ্ঠানে ছিলেন। সকলের উপস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, “এখন খবরের কাগজ খুলতে সকালে ভয় হয়। আজকে হয়তো কোনও মেয়ের উপর নির্যাতন হয়েছে, তার খবর হয়তো বেরবে। এসব দেখলে লজ্জা হয়। এখন আর লজ্জা করে লাভ নেই। লজ্জা হবে কিন্তু আরও বেশি করে মেয়েদের এগিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন। তবে সকলে এগোচ্ছে না। এখনও অনেকেই পিছিয়েই রয়েছেন। তবে একটাই আশার কথা, মেয়েদের স্কুলে বাড়ছে ছাত্রীর সংখ্যা।” তিনি এ-ও বলেন, “কিছু কিছু খারাপ লোক আছে যারা সমাজে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আমরা চাই তাদেরকে সতর্ক করতে।” পুলিশ-প্রশাসনকে আরও সতর্ক হওয়ার বার্তাও দেন মন্ত্রী।

    মন্ত্রীর মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই চলছে জোর চাপানউতোর। X হ্যান্ডেলে এই বক্তব্য উল্লেখ করে পোস্ট করেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দিব্যেন্দু অধিকারী। রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি কেমন তা মন্ত্রীর কথাতেই স্পষ্ট বলে খোঁচা দেন দিব্যেন্দু।

    তবে রামনগর ১ পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি নিতাইচরণ সারের দাবি, “নারী নিরাপত্তায় বাংলা সবচেয়ে এগিয়ে। বাংলা নয় গোটা ভারতেই কিছু খারাপ লোক আছে যারা এই কাজ করছে। প্রশাসন অবশ্যই চেষ্টা করবে। তবে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” তবে মন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক যেন থামছে না।
  • Link to this news (প্রতিদিন)