নব্যেন্দু হাজরা: ফের দিনের ব্যস্ত সময়ে কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে বিভ্রাট। শুক্রবার বিকেল ৫টার পর নেতাজি ভবন মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে জনৈক ব্যক্তি। তাঁর প্রাণরক্ষা হয়েছে বলেই খবর। এর জেরে ব্লু লাইনের আপ ও ডাউনে ব্যাহত মেট্রো চলাচল। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। অর্থাৎ ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত সাত স্টেশনে বন্ধ মেট্রো চলাচল। কাজ শেষে বাড়ি ফেরার সময় এই ঘটনায় চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টা ১৭ নাগাদ ব্লু লাইনে আপ অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো যখন নেতাজি ভবন স্টেশনে ঢোকে, তখন তার সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তাঁকে কোনওক্রমে বাঁচানো গেলেও মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। প্রায় ১২,১৩ মিনিট মেট্রো চলাচল বন্ধ থাকলেও বিকেল সাড়ে ৫টা থেকে তা নির্দিষ্ট রুটে চালু হয়। তবে ব্লু লাইনের গোটা পথে এই মুহূর্তে পরিষেবা পাওয়া যাচ্ছে না। আপ ও ডাউনে ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ।
আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির নাম, পরিচয় এখনও জানা যায়নি। তাঁকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা করা হয় মেট্রোর তরফে। আপাতত তিনি স্থিতিশীল বলেই খবর। কিন্তু দিনশেষে কাজ সেরে বাড়ি ফেরার পথে পাতালপথে এই সমস্যায় পড়ে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। মেট্রোয় (Kolkata Metro) এই বিভ্রাটের জেরে সড়কপথেও ভিড় বেড়েছে।