চেন্নাই: বয়স ১৬ না পেরোলে ইন্টারনেট ব্যবহার করা যাবে না। বিশ্বের প্রথম দেশ হিসেবে এমন আইন এনেছে অস্ট্রেলিয়া। ভারত সরকারও একই সিদ্ধান্ত নিক। ১৬ বছরের কমবয়সিদের ইন্টারনেট ব্যবহারে আইন করে নিষেধাজ্ঞা জারি হোক। সম্প্রতি এক রিট পিটিশনের শুনানিতে এমনই পরামর্শ দিল মাদ্রাজ হাইকোর্ট। পিটিশনটির মূল বক্তব্য ছিল, ভারতে ইন্টারনেট সরবরাহকারী সংস্থাগুলিকে একটি ‘প্যারেন্টাল উইন্ডো’ চালু করার নির্দেশ দিতে হবে কেন্দ্রকে। যার ফলে শিশুরা প্রাপ্তবয়স্ক বিষয়গুলি থেকে দূরে থাকতে পারবে। আবেদনের শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন বিচারপতি জি জয়চন্দ্রন ও কে কে রামকৃষ্ণনের মাদুরাই বেঞ্চ। জানান, শিশু অধিকার বিষয়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের প্রচার আরও বাড়াতে হবে।