নামের আগে-পরে ভারতরত্ন বা পদ্ম সম্মান ব্যবহার নয়, জানাল বম্বে হাইকোর্ট
বর্তমান | ২৭ ডিসেম্বর ২০২৫
মুম্বই: ভারতরত্ন বা পদ্ম সম্মানগুলি উপাধি নয়। তাই নামের আগে বা পরে তা ব্যবহার করা যাবে না। বুধবার একটি রায়ে এমনই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের। একটি মামলায় পক্ষ ছিলেন পদ্মশ্রী প্রাপক ডঃ শারদ মোরেশ্বর হার্দিকের। এজলাসে শারদের নামের সামনে ‘পদ্মশ্রী’ জুড়ে ব্যবহার করা হয়। ঠিক তখনই আপত্তি জানান বিচারপতি সোমশেখর সুন্দর্শন। এনিয়ে বিচারপতির পর্যবেক্ষণ, নাগরিক সম্মানকে কখনওই উপাধি হিসেবে ব্যবহার করা যাবে না। এই প্রবণতা আইনগত দিক থেকে ভুল এবং আদালতের কার্যক্রমে কোনওভাবেই ব্যবহার করা যাবে না। পিটিশন থেকে ‘পদ্মশ্রী’ শব্দটি সরিয়ে দেওয়ারও নির্দেশ দেন তিনি। এই বিষয়ে ১৯৯৫ সালে সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করেছেন বিচারপতি সুন্দর্শন। সেই রায়ে দেশের শীর্ষ আদালত বলেছিল, পদ্মশ্রী-ভারতরত্নের মতো নাগরিক সম্মান কোনও উপাধি নয়। তাই নামের আগে বা পরে তা ব্যবহার করা যাবে না। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ খুব স্পষ্ট। আর তা পালন করতেই হবে।’