নয়াদিল্লি: পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার জন্মদিনে একটি ভিডিও পোস্ট করেছিলেন ললিত মোদি। নাম না করে মোদি সরকারকে কটাক্ষ করে বলেছিলেন, ‘আমরা দু’জনে ভারতের সবচেয়ে বড় পলাতক অপরাধী’। মালিয়া-মোদির এই কটাক্ষ ঘিরে রীতিমতো সমালোচনার মুখে পড়ে কেন্দ্রীয় সরকার। কিছুটা চাপে পড়ে শুক্রবার দুই পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে বিচার করা হবে বলে বিবৃতি দিল বিদেশ মন্ত্রক।
মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারতীয় আইনের চোখে পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। এই দু’জনের বিষয়ে বেশ কয়েকটি সরকারের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে।’ তিনি আরও জানান, এক্ষেত্রে বেশ কিছু আইনি বিষয় রয়েছে। কিন্তু সরকার তাঁদের ফিরিয়ে বদ্ধপরিকর। যাতে এখানকার আদালতে তাঁদের বিচার হয়।