থ্যাকারে ভাইদের পর মহারাষ্ট্রে এবার একজোট পাওয়ার পরিবার!
বর্তমান | ২৭ ডিসেম্বর ২০২৫
মুম্বই: থ্যাকারে ভাইদের পর এবার জোট বাঁধবেন শারদ পাওয়ার ও তাঁর ভাইপো অজিত পাওয়ার? জোর জল্পনা মহারাষ্ট্র রাজনীতিতে। আগামী মাসেই বৃহন্মুম্বই সহ মহারাষ্ট্রের ২৯টি পুরসভায় ভোট। তার আগে চরম ডামাডোল মহাযুতি শিবিরে। নবাব মালিককে নিয়ে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে বিজেপি ও অজিতপন্থী এনসিপি শিবিরের মধ্যে। এরই মধ্যে গত শুক্রবার সন্ধেয় পুনের পুরসভায় আসন ভাগাভাগি নিয়ে বৈঠক করেছেন অজিত ও রোহিত পাওয়ার (শারদ পাওয়ারের নাতি)।
কাকা-ভাইপোর বৈঠক ঘিরেই নতুন সমীকরণের জল্পনা তৈরি হয়েছে। পাওয়ার পরিবারের পুনর্মিলন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এনসিপি (শারদ) সাংসদ সুপ্রিয়া সুলে, ‘অজিত পাওয়ার বারবার বলছেন তিনি আদর্শ ত্যাগ করেননি। আমাদের ওদের সঙ্গে জোট নিয়ে কথা হয়েছে। তবে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।’ ২০২৩ সালে ১৮ বিধায়ক নিয়ে এনসিপি ত্যাগ করেন অজিত পাওয়ার। শারদের থেকে এনসিপির নাম ও প্রতীক পর্যন্ত ছিনিয়ে নেন। মহাযুতি সরকারে উপমুখ্যমন্ত্রীর পদ পেলেও, এই মুহূর্তে কার্যত কোণঠাসা অজিত। বিজেপির সঙ্গে জোটের পর হিন্দু ও দলিত ভোট হাতছাড়া হয়েছে তাঁর। তাই ফের কাকা শারদের হাতই ধরতে চাইছেন।