প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ প্রসারভারতীর সদ্য প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে ১২২ কোটির দুর্নীতির অভিযোগ
বর্তমান | ২৭ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের ডায়রক্টরেট অব ইনকাম ট্যাক্সের এক গোপন রিপোর্টকে অস্ত্র করে শুক্রবার মোদি সরকারকে আক্রমণ করল কংগ্রেস। অভিযোগের তির, প্রসারভারতীর সদ্য প্রাক্তন চেয়ারম্যান নভনিত কুমার সেয়গলের দিকে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলেই কংগ্রেসের দাবি। আর তাঁর নাম জড়িয়েছে ১১২ কোটি টাকার দুর্নীতিতে। এমনই অভিযোগে সরব হল রাহুল গান্ধীর দল। প্রশ্ন তোলা হল, দুর্নীতির কথা জেনেও কেন তাঁকে প্রশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীর দপ্তরে বেশ কয়েকজন দুর্নীতিগ্রস্ত লোকজন আছে বলেও অভিযোগের আঙুল তোলেন এআইসিসির মিডিয়া বিভাগের চেয়ারম্যান পবন খেরা।
এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অ্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ সামনে এসেছে। আবার অন্য এক দুর্নীতিতে প্রসারভারতীর সদ্য প্রাক্তন (গত ৩ ডিসেম্বর আচমকাই ইস্তফা দিয়েছেন) চেয়ারম্যান নবনিত সিং সেহগলের নাম জড়িয়েছে। ২০২২ সালের ডিসেম্বর মাসে আয়কর দপ্তর উত্তরপ্রদেশ সরকার এবং রাজ্যের লোকায়ুক্তকে ২৫৪ পাতার একটি গোপন রিপোর্ট জমা করে। যেখানে নভনিত সেহগলের নাম রয়েছে বলেই অভিযোগ। ভুয়ো কোম্পানির নামে টাকা লেনদেন, হিসেব বর্হিভূত সম্পত্তি ক্রয় সহ নানা অভিযোগে তিনি জড়িত বলেই এআইসিসির অভিযোগ। তাই পবন খেরার প্রশ্ন, নরেন্দ্র মোদি সংসদে দাঁড়িয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে উপহাস করেছিলেন। বলেছিলেন, ডক্টর সাব রেনকোট পরে স্নান করেন। তাহলে এখন তিনি নিজে কী বলবেন? সব জেনেও কেন ‘মৌন মোদি?’ -ফাইল চিত্র