• উত্তরপ্রদেশে বিএলও-র মৃত্যু, এসআইআরের চাপ, দাবি পরিবারের
    বর্তমান | ২৭ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ফের প্রাণ কাড়ল এসআইআর! উত্তরপ্রদেশের সীতাপুরে এক বিএলও-র রহস্যমৃত্যুর ঘটনায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশনকেই দায়ী করল পরিবার। শুক্রবার ভাড়াবাড়ি থেকে এক বুথ লেভেল অফিসারের (বিএলও) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এসআইআরের অতিরিক্ত কাজের চাপেই আত্মঘাতী হয়েছেন ওই বিএলও।

    পুলিশ সূত্রে খবর, মৃত বিএলও-র নাম উমেশ (৩০)। দরিয়াপুরের প্রি-সেকেন্ডারি স্কুলে চাকরি করতেন তিনি। আটারিয়া থানার আধিকারিক রাকেশ কুমার গুপ্তা জানিয়েছেন, ‘ভাড়া বাড়িতে একাই ছিলেন উমেশ। দীর্ঘক্ষণ তাঁকে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। লোহার দরজা কেটে ভিতরে ঢুকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।’ ইতিমধ্যেই দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)