সংবাদদাতা, কালিয়াচক: মুর্শিদাবাদের জুয়েল রানাকে পিটিয়ে মেরে ফেলার কয়েক ঘণ্টার মধ্যে ফের ঘটল একই ধরনের ঘটনা। ঘটনাস্থল, সেই ওড়িশার সম্বলপুর। বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে নির্যাতনের শিকার হলেন মালদহের বৈষ্ণবনগর থানার এক যুবক। ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করা ওই যুবকের নাম আকিউর রহমান। বর্তমানে তিনি সম্বলপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দাদা ইরফান শেখের অভিযোগ, ‘আকিউর ভারতীয় পরিচয়পত্র দেখালেও অভিযুক্তরা তা না দেখে বাংলাদেশি দেগে দিয়ে চড়াও হয়। ভাইয়ের হাত-পা ভেঙে দিয়েছে।’ আকিউরকে দ্রুত বাড়ি ফিরিয়ে আনতে শুরু হয়েছে তৎপরতা।