• লালকেল্লা কাণ্ডে ৪০ কেজি বিস্ফোরক ব্যবহার হয়েছিল: শাহ
    বর্তমান | ২৭ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে ৪০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। শুক্রবার এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এনআইএ আয়োজিত সন্ত্রাস বিরোধী সম্মেলনের উদ্বোধনে উপস্থিত ছিলেন শাহ। লালকেল্লা চত্বরের বিস্ফোরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই ঘটনায় ৪০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণের আগে আরও ৩ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। একইসঙ্গে দিল্লি কাণ্ডের আগেই ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করা হয়। এই চক্রের পর্দাফাঁস করে দক্ষতার পরিচয় দিয়েছে প্রত্যেকটি তদন্তকারী সংস্থা।’ প্রতিটি রাজ্যের ডিজিপিদের কাছে অভিন্ন এটিএস পরিকাঠামো গঠনের আর্জিও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনের সম্মেলনে অপরাধ সংক্রান্ত আপডেটেড ম্যানুয়াল প্রকাশ করে এনআইএ। সঙ্গে পৃথক দু’টি ডেটাবেস চালু করা হয়। শাহ বলেন, ‘এই ডেটাবেস আমাদের জিরো টেরর নীতির মূল সম্পদ হয়ে থাকবে।’ 
  • Link to this news (বর্তমান)