বাঙালি সংস্কৃতিবান, তাই জড়িয়ে পড়ে মেলা আর খেলায়: ফিরহাদ
বর্তমান | ২৭ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: ‘বাঙালিদের মনের মধ্যে কৃষ্টি সংস্কৃতি আছে বলেই আমরা মেলা-খেলার সঙ্গে জড়িয়ে পড়ি। যেটা গুজরাতি ভাইরা বোঝেন না। এসব আছে বলেই আমাদের মনুষত্ব বেঁচে আছে। না থাকলে মানুষ মেশিন হয়ে যাবে।’ শুক্রবার বিকেলে উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরে রায়বাঘিনী রানি ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রে রায়বাঘিনী রানি ভবশঙ্করী স্মৃতি মেলার উদ্বোধনে এসে এই কথা বলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়, মেলা কমিটির সভাপতি তথা বিধায়ক সমীর পাঁজা, বিধায়ক অরুণাভ সেন, বিধায়ক সীতানাথ ঘোষ ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, হাওড়া জেলা পুলিশ সুপার সুবিমল পাল প্রমুখ।
সল্টলেক স্টেডিয়ামে মেসিকে নিয়ে অশান্তির ঘটনা প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘একটা অরাজকতা হয়েছে। টিকিট কেটে অনেকেই মেসিকে দেখতে পাননি। আয়োজনের ত্রুটি ছিল। এটা না হলে ভালো হত। কিন্তু ভারতবর্ষের কোথাও কি এরকম ঘটনা ঘটে না? গুজরাতে ব্রিজ ভেঙে ১২৩ জন মারা গেলেও সবাই চুপ করে থাকে। কোনও তদন্ত হয় না। কারণ, মোদিবাবু রেগে যাবেন। হাথরাসে ২৩ জন মারা গেলেও সবাই চুপ করে থাকে। কারণ যোগী থাপ্পড় মারবে। কেরলে পদপিষ্ট হলেও কোনও আলোচনা নেই। যত মস্তানি, সব বাংলায়। একটু ঊনিশ-বিশ হলেই বিজ্ঞরা টিভি চ্যানেলে বসে পড়েন। এখানে সবার প্রতিবাদ করার অধিকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মানুষের হৃদয়ে লেখা আছে। সেই নাম কোনওদিন মোছা যাবে না।’ এদিন মেলা কমিটির একটি স্মরণিকা প্রকাশ করেন মন্ত্রী ফিরহাদ। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা। বিভিন্ন স্টল ছাড়াও ম্যাজিক শো, বাউল গান, আল্পনা, আবৃত্তি, নৃত্য, ক্যুইজ, বসে আঁকো প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।