• স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার স্বামী
    বর্তমান | ২৭ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার দুপুরে ইছাপুরের মায়াপল্লিতে পারিবারিক বিবাদের জেরে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। নিহত মহিলার নাম মামনি মণ্ডল। বয়স ২০ বছর। প্রায়ই দু’জনের মধ্যে গণ্ডগোল হত বলে জানিয়েছেন প্রতিবেশীরা। অভিযোগ, এদিন ঝামেলা তুঙ্গে উঠলে মামনিকে শ্বাসরোধ করে খুন করে স্বামী সঞ্জয় মণ্ডল। গৃহবধূর আর্ত চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা খবর দেন নোয়াপাড়া থানায়। পুলিশ এসে অভিযুক্ত সঞ্জয়কে গ্রেফতার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা হত। তার পরিণতিতেই এই খুনের ঘটনা। স্থানীয় কাউন্সিলার প্রদীপ বসু জানিয়েছেন, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)