• এসআইআর: ২২ লক্ষ ৯৪ হাজার ৭২২ জনকে ডাক, আজ শুনানি শুরু
    বর্তমান | ২৭ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত ও হাওড়া: সারা রাজ্যের মতো আজ, শনিবার থেকে উত্তর ২৪ পরগনা জেলাতেও শুরু হচ্ছে এসআইআরের শুনানি। এই শুনানিতে মুখোমুখি হতে হবে প্রায় ২৩ লক্ষ ভোটারকে। বিএলও’রা বাড়ি বাড়ি গিয়ে সেই নোটিশ বিলি শুরু করেছেন। শুনানির জন্য জেলায় আপাতত ২৩০টি জায়গা চূড়ান্ত করেছে নির্বাচন দপ্তর। সব থেকে বেশি শুনানি কেন্দ্র রয়েছে বারাকপুর মহকুমায়। এই সংখ্যা তুলনায় কম বনগাঁয়। পুলিশ ও প্রশাসন ইতিমধ্যেই নিরাপত্তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে থাকবেন একজন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং ১০ জন করে অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও)। শুনানিতে জমা পড়া নথি ডিজিটাইজড করা হবে। সবশেষে জেলাশাসক সেই নথি চূড়ান্ত করবেন। 

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহকুমা শাসক, বিডিও অফিস ও বিভিন্ন স্কুলে হবে এই শুনানি। উত্তর ২৪ পরগনা জেলায় মোট ভোটারের সংখ্যা ৮৩ লক্ষ ৬৮১ জন। তার মধ্যে ইতিমধ্যেই বাদ পড়েছে ৭ লক্ষ ৯২ হাজার ১৩৩ জনের নাম। আর শুনানিতে ডাক পেতে চলেছেন ২২ লক্ষ ৯৪ হাজার ৭২২ জন। জানা গিয়েছে, এসআইআরের শুনানিতে মুখোমুখি হতে হবে দু’ধরনের ভোটারকে। এক, যাঁদের নাম ২০০২ সালের তালিকায় ছিল না বা তাঁর কোনও আত্মীয়ের নাম নেই। জেলায় এই সংখ্যা ৭ লক্ষ ৪১ হাজার ৭০০ জন। দুই, যাঁরা ‘সন্দেহজনক’ ভোটার, তাঁদেরও হাজিরা দিতে হবে শুনানিতে। জেলায় এই সংখ্যা ১৫ লক্ষ ৫৩ হাজার ২২ জন। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, বারাসত মহকুমায় ৪০টি, বনগাঁয় ৩০টি, বসিরহাটে ৪০টি, বারাকপুরে ৮০টি ও বিধাননগরে ৪০টি জায়গায় প্রাথমিকভাবে শুনানির সিদ্ধান্ত হয়েছে। তবে, পরিস্থিতি অনুযায়ী কেন্দ্রের সংখ্যা কমবেশি হতে পারে। প্রতিটি জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুনানিতে কোন কোন নথি প্রয়োজন? দপ্তর বলছে, কেন্দ্র, রাজ্য সরকার বা স্বশাসিত সংস্থার পরিচয়পত্র, পেনশনের কাগজ। ১৯৮৭ সালের আগে কেন্দ্র, রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, সরকার অধিগৃহীত সংস্থার পরিচয়পত্র, শংসাপত্র বা অন্য যে কোনও নথি। জন্মের শংসাপত্র, বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ডের শিক্ষার শংসাপত্র, স্থায়ী জমি, বাড়ি ও বাসিন্দার শংসাপত্র। বৈধ এসসি, এসটি, ওবিসি শংসাপত্র। এদিকে, শুনানি নিয়ে উদ্বিগ্ন মতুয়াগড় বনগাঁ। কারণ, এই এলাকায় ১ লক্ষ ৩৪ হাজার ৭৬২ জন ভোটারকে শুনানিতে হাজির হতে হবে। এর মধ্যে মতুয়াদের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার।

    অন্যদিকে, আজ থেকে হাওড়ায় শুরু হচ্ছে এসআইআরের শুনানি প্রক্রিয়া। কমিশন সূত্রে জানা গিয়েছে, শুনানির জন্য উত্তর হাওড়ায় তিনটি, মধ্য হাওড়ায় দু’টি, শিবপুরে দু’টি করে ভেন্যুর আয়োজন করা হয়েছে। পাশাপাশি ব্লকগুলির ক্ষেত্রে প্রতিটি বিডিও অফিসে শুনানি হবে। প্রতিদিন প্রায় ৫০০ জন করে শুনানিতে ডাকা হবে বলে জানা গিয়েছে। প্রথম পর্বে জেলার প্রায় ১ লক্ষ ৯৮ হাজার বাসিন্দাকে শুনানিতে ডাকা হচ্ছে। শুনানি প্রক্রিয়ায় বিএলওদের পাশাপাশি উপস্থিত থাকবেন ইআরও, মাইক্রো অবজারভাররা।  ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)