• খড়দহে কাউন্সিলারের দলবলের মারে হাসপাতালে তৃণমূল কর্মী
    বর্তমান | ২৭ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল দলীয় কাউন্সিলারের দলবলের বিরুদ্ধে। আক্রান্ত যুবকের একটি ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়। খড়দহ থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অজয় মারিয়া সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। যদিও কাউন্সিলার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আক্রান্ত যুবকের নাম রোহিত রাম। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গত ২১ ডিসেম্বর রাতে খড়দহ ছাব্বিশ মন্দির এলাকার বাসিন্দা রোহিত রামকে নারকেলবাগান এলাকায় ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বিকাশ সিংয়ের ঘনিষ্ঠ অজয় মারিয়ার নেতৃত্বেই মারধর করা হয়েছে। রোহিতকে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোহিত ভিডিও বার্তায় বলেছেন, বাঁশ দিয়ে মারধরের পাশাপাশি বন্দুকের বাট দিয়েও মারা হয়েছে। রোহিতের মা ফুলদেবী বলেন, অজয় কাউন্সিলারের লোক। সে আমার ছেলেকে কাউন্সিলারের সঙ্গে দল করতে বলেছিল। ছেলে রাজি না হওয়ায় ওকে মারা হয়েছে। ভয় দেখাতে শূন্যে গুলিও চালিয়েছে ওরা। কাউন্সিলার বিকাশ সিং বলেন, ভিত্তিহীন অভিযোগ। আক্রান্ত যুবক খড়দহ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে থাকে। ওই এলাকার শাসকদলের নেতারাই বলতে পারবেন, তিনি তৃণমূল করে কি না। মারধরের ঘটনার তদন্ত করছে পুলিশ, আমি এ নিয়ে কোনও মন্তব্য করব না। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের নামেই থানায় একাধিক অভিযোগ রয়েছে। গুলি চালানোর প্রমাণ মেলেনি।
  • Link to this news (বর্তমান)