• শাহজাহানের পর জেলে আলিমও, দখল জমি ফিরে পেলেন মালিকরা
    বর্তমান | ২৭ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন জেলবন্দি সন্দেশখালির এক সময়ের ‘বেতাজ বাদশা’ শাহজাহান। তাঁর ‘শূন্যস্থান’ কিছুটা হলেও পূরণ করেছিল আলিম মোল্লা। দিনে দিনে সে হয়ে উঠেছিল ‘ছোট শাহজাহান’। এত বড় তকমা এমনি এমনি জোটেনি!  তার বিরুদ্ধেও জমি দখল সহ বিভিন্ন বেআইনি কাজকর্মের অভিযোগ রয়েছে। সন্দেশখালিতে ট্রাক দিয়ে ধাক্কা মারার ঘটনায় সেই আলিম গ্রেফতার হতেই বেহাত হওয়া জমিতে নিজেদের অধিকার বলবৎ করতে তৎপর হয়েছেন মালিকরা। 

    স্থানীয় সূত্রে খবর, আলিম মোল্লা শাহজাহানের বিশ্বস্ত শাগরেদ। ট্রাক ধাক্কা কাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে আলিমের নাম উঠে আসে পুলিশের তদন্তে। কয়েকবছর আগে সন্দেশখালির ধামাখালি ফেরিঘাট সংলগ্ন এলাকার বেশ কিছু সাধারণ মানুষের জমি ও পুকুর দখল করে রেখেছিল সে। সম্প্রতি ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টার অন্যতম অভিযুক্ত আলিম মোল্লাকে পুলিশ গ্রেফতার করতেই ধামাখালি ফেরিঘাট সংলগ্ন এলাকায় দখল করে রাখা জায়গা ও পুকুরের দখল ফিরে পেলেন প্রকৃত মালিকরা। স্থানীয়দের দাবি, প্রশাসনকে বারবার জানানোর পরেও কোনও ব্যবস্থা হয়নি। আলিম গ্রেফতার হওয়ার পর এলাকার মানুষরা জোটবদ্ধ হয়ে নিজেদের জমিজায়গা দখলমুক্ত করেছে। 

    এনিয়ে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। তবে জায়গা যাদের প্রাপ্য, তাদের ফিরিয়ে দেওয়া উচিত।’ সন্দেশখালির প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা নিরাপদ সর্দার বলেন, ‘এরকম বহু জায়গা এখনও পর্যন্ত দখলমুক্ত করতে হবে। অবিলম্বে সেগুলি দখলমুক্ত করে সাধারণ মানুষদের ফিরিয়ে দেওয়া উচিত প্রশাসনের।’ বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, ‘সন্দেশখালির মানুষ জেগে উঠেছে। আগামীতে এরকম আরও অনেক জায়গা দখলমুক্ত করে নেবে মানুষ।’ 

    এদিকে জমি মালিক জামশেদ মোল্লা বলেন, ‘ভূমিহীন মানুষকে পাট্টা দিয়েছিল রাজ্য সরকার। শাহজাহান ও তার দলবল তা দখল করে নেয়। পাট্টা জায়গা শেখ শাহজাহানের মদতে আলিম দখল করে রেখেছিল। এলাকার মানুষের সেই জায়গা নিজেদের দখলে নিয়েছে।’ নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দার কথায়,‘ নতুন ত্রাস আলিম গ্রেফতার হতেই মানুষের ভয় ভেঙে গিয়েছে।’ 
  • Link to this news (বর্তমান)