• নতুন বছরের গোড়াতেই বেলঘরিয়া ফ্লাইওভার বন্ধ রেখে শুরু হবে কাজ
    বর্তমান | ২৭ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: শুক্রবার কামারহাটি পুরসভায় বেলঘরিয়া ফ্লাইওভারের সংস্কার নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফ্লাইওভার সম্পূর্ণ বন্ধ রেখে কাজ শুরু করা হবে। এদিনের বৈঠকে রেল আধিকারিকদের পাশাপাশি পুলিশ, পূর্তদপ্তর ও পুরসভার প্রতিনিধিরা হাজির ছিলেন। এদিন গাড়ি চলাচলের বিকল্প রাস্তাও পরিদর্শন করা হয়।

    বেলঘরিয়া রেলওয়ে ফ্লাইওভার উত্তর শহরতলির অন্যতম লাইফ লাইন। বি টি রোড ও কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগকারী এই ফ্লাইওভার দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি ও সাধারণ মানুষ যাতায়াত করেন। সম্প্রতি এই উড়ালপুলের কিছু সমস্যা নজরে আসে। সেই মতো গত ২৩ ডিসেম্বর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ফ্লাইওভার পরিদর্শনের পাশাপাশি লোড টেস্ট করায়। তাতে উড়ালপুলের একদিকের পাঁচটি গার্ডার এবং অন্যদিকের সাতটি গার্ডারে ত্রুটি ধরা পড়ে। এই সমস্যাগুলি নিরসনের জন্য রেল প্রায় চার মাস সময় চাইছে। যদিও ব্রিজের গুরুত্বের কথা ভেবে দ্রুত কাজ শেষ করার কথা বলেছে জেলা প্রশাসন।  কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, ‘বেলঘরিয়া ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষায় মোট ১২টি গার্ডারের ত্রুটি ধরা পড়ে। এদিন পুরসভায় রেল সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরকে নিয়ে বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে, জানুয়ারি মাসের ৬ থেকে ৮ তারিখের মধ্যে যেকোনও দিন থেকে ব্রিজ সম্পূর্ণ বন্ধ করে ফ্লাইওভার সংস্কারের কাজ শুরু  হবে। এদিন ২ ও ৪ নম্বর রেলগেটের রাস্তা সহ অন্যান্য বিকল্প রাস্তা পরিদর্শন হয়।’  ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)