• ছুটির মেজাজে শহর! ভিড়ে ঠাসা ভিক্টোরিয়া-পার্ক স্ট্রিট-মোহরকুঞ্জ
    বর্তমান | ২৭ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়দিনের পরের দিন, শুক্রবারও ছুটির মুডে শহর। কেউ বাড়িতে ছুটি নিয়ে শীতের রোদ উপভোগ করেছেন। কেউ আবার পরিবার নিয়ে ঘুরেছেন শহর। কাজের দিন হলেও রাস্তাঘাট, বাস, মেট্রো ছিল ফাঁকা ফাঁকা। তবে ভিড় দেখা গিয়েছে ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট, নিউ মার্কেটে। 

    রবীন্দ্রসদন চত্বরে দেখা গিয়েছে, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে প্রবেশের জন্য লম্বা লাইন মানুষের। ভিক্টোরিয়া মেমোরিয়াল কিংবা বিড়লা তারামণ্ডলের সামনেও লোকজনের ভিড়। মোহরকুঞ্জে চলছে ‘পৌষ উত্সব’। সেখানে শীতের বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সঙ্গে দেদার খাওয়া দাওয়া চলেছে। চুঁচুড়ার বাসিন্দা কনিকা মিত্র বলেন, ‘বড়দিনে খুব ভিড় হয়। তাই পরেরদিন বাড়ির বাচ্চাদের নিয়ে বেরলাম। তা আজও ভিড় কম নয়। জাদুঘর-ভিক্টোরিয়া ঘোরা হল। এবার খাওয়া-দাওয়া সেরে বাড়ির পথে রওনা দেব।’ একটু ফাঁকা পাওয়ার আশায় অনেকে আবার বো বারাকের দিকে গিয়েছিলেন। সেখানেও তরুণ-তরুণীদের ভিড় কম হয়নি। সবমিলিয়ে শহরজুড়ে ছুটির মুড। সেই মুডে অফিসবাবু থেকে ব্যবসায়ী সকলেই পা মিলিয়েছেন। পরিবার নিয়ে বেরিয়ে লোকজনের বক্তব্য, ‘পুজোর সময় দিন কয়েকের ছুটি আর বছর শেষে কয়েকটি দিন আনন্দ করা। এই নিয়েই জীবন চলছে।’ কয়েকজনের বক্তব্য, ‘এই মুড চলবে নিউ ইয়ার পর্যন্ত। পিকনিক, শহর ঘোরা, চার্চে যাওয়ার সময় এখন। এবছর শীত যা খেল দেখাচ্ছে তাতে আনন্দে কোনও খামতি রাখলে পরে মন খারাপ হবে।’
  • Link to this news (বর্তমান)