SIR-এর শুনানি পর্ব শুরু হচ্ছে। ২০০২ সালের ভোটার লিস্টের সঙ্গে ম্যাপিং করা যায়নি, এমন ভোটারদেরই ডাকা হচ্ছে শনিবার থেকে। ইতিমধ্যেই নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রথম পর্বে মোট ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৪ ভোটারকে ডাকা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
যুদ্ধ থামাতে এখনও রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। এই নিয়ে বেজায় চটলেন ট্রাম্প। স্পষ্ট ভাষায় বলে দিলেন, ‘আমি অনুমোদন না দিলে তাঁর হাতে কিছু নেই।’ খুব শীঘ্রই জ়েলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। তবে সেই বৈঠক ফলপ্রসূ হবে বলেই আশাবাদী তিনি।
শীতের ঝোড়ো ব্যাটিং শুরু হয়েছে। উত্তুরে হাওয়ায় কাঁপছে বাংলা। বড়দিনে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শনিবার তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আকাশ পরিস্কার থাকবে।