• সংস্কারের জন্য নতুন বছরের শুরুতেই বন্ধ বেলঘরিয়া উড়ালপুল
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, কামারহাটি: দু'দিন আগেই বেলঘরিয়া উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করে অবিলম্বে সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন ইঞ্জিনিয়াররা। শুক্রবার কামারহাটি পুরসভায় উচ্চ পর্যায়ের বৈঠকের শেষে ইংরেজি নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই বেলঘরিয়া উড়ালপুলের সংস্কারের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত বেলঘরিয়া উড়ালপুল বন্ধ থাকবে। এ দিনের বৈঠকে পূর্ত দপ্তরে ইঞ্জিনিয়ার, আধিকারিক, পুলিশ, রেল আধিকারিকদের পাশাপাশি কামারহাটি পুরসভার প্রতিনিধিরাও হাজির ছিলেন। সংস্কারের সময়ে গাড়ি চলাচলের জন্য বিকল্প রাস্তাও পরিদর্শন করা হয়েছে এ দিন।

    উত্তর শহরতলির মানুষদের কাছে যাতায়াতের অন্যতম লাইফ লাইন বেলঘরিয়া উড়ালপুল। যশোহর রোডের সঙ্গেও যোগাযোগের সুবিধা রয়েছে। সম্প্রতি এই উড়ালপুলের দু'দিকের মোট ১২টি গার্ডারের ত্রুটি নজরে আসে ইঞ্জিনিয়ারদের। সেই মতো গত ২৩ ডিসেম্বর উচ্চপর্যায়ের প্রতিনিধি দল স্বাস্থ্যপরীক্ষা করে বেলঘরিয়া ফ্লাইওভারের। লোড টেস্টও হয়েছিল। গার্ডারের সমস্যার কথা জানিয়ে এর সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি রেল কর্তৃপক্ষ নজরে আনেন প্রশাসনিক আধিকারিকরা।

    এ দিনের বৈঠকের পরে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, 'পুরসভায় রেল-সহ রাজ্য সরকারের বিভিন্নদপ্তরের আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। তাতে সিদ্ধান্ত হয়েছে আগামী ৬ জানুয়ারি থেকে ৮ তারিখের মধ্যে যে কোনও দিন থেকে উড়ালপুল সম্পূর্ণ বন্ধ করে সংস্কারের কাজ শুরু করা হবে। এ দিন দুই ও চার নম্বর রেলগেটের রাস্তা-সহ অন্যান্য বিকল্প রাস্তা পরিদর্শন করা হয়েছে। উড়ালপুল বন্ধ থাকলেও বিকল্প রাস্তায় যান চলাচলের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।'

  • Link to this news (এই সময়)