• স্ক্রিন ডোরে লাথি, কখনও ঝাঁপ! নিত্য ভোগান্তি মেট্রো যাত্রীদের
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৫
  • এই সময়: যত কাণ্ড মেট্রোতে। কখনও জোর করে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর খোলার চেষ্টা, কখনও আবার লাইনে ঝাঁপ। তার জেরে প্রায়দিনই মেট্রোয় স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। আচমকা এমন বিপত্তির কারণে পরোক্ষে ভোগান্তি বাড়ছে নিত্যযাত্রীদেরই।

    বড়দিনের সন্ধ্যায় শিয়ালদহ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের স্ক্রিন ডোর জোর করে খোলার চেষ্টার ঘটনা ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তাঁদের বক্তব্য, ‘প্ল্যাটফর্মের (ডাউন) ১৪ নম্বর স্ক্রিন ডোরে লাথি মেরে জোর করে খোলার চেষ্টা করেন এক যুবক। চলন্ত সিঁড়ি থেকে দৌড়ে নেমে ওই যাত্রী মেট্রো ধরার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে প্ল্যাটফর্মের স্ক্রিন ডোর বন্ধ হয়ে গেলে রাগে জোর করে খোলার চেষ্টা করেন ওই যুবক। অবশ্য সেই চেষ্টা বিফল হয়ে যায়। এর পর দেখা যায়, ওই ব্যক্তি স্ক্রিন ডোরে একের পর এক লাথি মেরেই চলেছেন। কিন্তু, তিনি আর মেট্রো ধরতে পারেননি। গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে। ওই যাত্রীর এমন আচরণের জেরে পুলিশের দ্বারস্থ হয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

    এ দিকে শুক্রবার বিকেলে অফিস টাইমে মেট্রোর ‘ব্লু–লাইন’–এ ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তার জেরে বেশ কিছুক্ষণ পরিষেবা ব্যাহত হয়। এমনিতেই বড়দিনের উৎসব চলছে। তার উপরে অফিস টাইমের ভিড়। ফলে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। মেট্রো সূত্রে খবর, শুক্রবার বিকেল ৫টা ১৭ মিনিট নাগাদ নেতাজি ভবন স্টেশনের আপ লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনাটি ঘটে। সে সময়ে দমদমগামী মেট্রো ঢুকছিল। হঠাৎ রেকের সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি। মেট্রো কর্মীদের তৎপরতায় থার্ড লাইনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার জেরে আপ এবং ডাউন লাইনে পরিষেবা বিঘ্নিত হয়। সন্ধ্যা ৬টা ১৪ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় বলে মেট্রো সূত্রে খবর।

  • Link to this news (এই সময়)