• নববর্ষের আগে শুরু ‘অপারেশন আঘাত’, রাজধানী জুড়ে চলছে তল্লাশি অভিযান, গ্রেপ্তার শতাধিক
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৫
  • বড়দিনের আমেজ এখনও কাটেনি। তার উপরে সামনেই নববর্ষ। উৎসবের মরশুমে রাজধানীর নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক দিল্লি পুলিশ। রাজধানী জুড়ে শুরু হয়েছে ‘অপারেশন আঘাত ৩.০’। চলছে ব্যাপক ধরপাকড়। এখনও পর্যন্ত শতাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র।

    উৎসবের ভিড়ে অপরাধের বাড়বাড়ন্ত রুখতেই ‘অপারেশন আঘাত’ দিল্লি পুলিশের। রাজধানী জুড়ে চলছে তল্লাশি। রাস্তায় রাস্তায় নাকা চেকিং চালাচ্ছেন পুলিশ কর্মীরা। দিল্লি পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত আবগারি আইন ও এনডিপিএস আইনে ২৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    এখানেই শেষ নয়। নববর্ষের জমায়েতে অপরাধ ঠেকাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৫০৪ জনকে আটক করেছে দিল্লি পুলিশ। আগেও অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন এমন ১১৬ জনকে আটক করা হয়েছে। তল্লাশি অভিযানে ২১টি দেশি পিস্তল, ২০টি তাজা কার্তুজ ও ২৭টি ছুরি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

    মাদক ও অবৈধ মদের চোরাচালান রুখতেও অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ। চুরি যাওয়া সম্পত্তির বড় অংশও উদ্ধার হয়েছে। ছিনতাই, ডাকাতি বা হারিয়ে যাওয়া ৩১০টি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ। তল্লাশি ও নাকা চেকিংয়ের সময়ে ২৩১টি বাইক ও একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

    দিল্লি পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে অপরাধ রুখতে সব মিলিয়ে ১,৩০৬ জনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। আগামী দিনেও গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে রাতভর চেকিং, যাচাই ও অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)