• বাংলাদেশি সন্দেহে মালদার পরিযায়ী শ্রমিককে মারধর, ছেলেকে ফেরাতে ওডিশায় যেতে চান পরিবার
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৫
  • পরিবারের অভাব ঘোচাতে দীর্ঘদিন ধরেই ওডিশায় শ্রমিকের কাজ করছিলেন মালদার বৈষ্ণবনগরের আতিউর রহমান। কিন্তু বাংলায় কথা বলার অভিযোগে তাঁকে যে এ ভাবে মৃত্যুর মুখোমুখি হতে হবে, তা ভাবতেই পারেননি। যদিও তিনি দুর্বৃত্তদের হামলায় এখনও সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

    ওডিশায় একটি সরকারি হাসপাতালে চোখের সামনে মারা যেতে দেখেছেন সহকর্মী জুয়েল রানাকে। এই অবস্থায় আতঙ্কের মধ্যে রয়েছেন বৈষ্ণবনগর থানার শোভাপুর পারদেওনাপুর এলাকার আতিউরের পরিবার। পরিবারের সদস্যরা তাঁকে ফিরিয়ে আনতে ওডিশায় রওনা দিয়েছেন। গত বুধবার বাংলাদেশি অভিযোগে ওডিশার সম্বলপুরে পিটিয়ে খুন করা হয় মুর্শিদাবাদের বাসিন্দা জুয়েলকে। পাশাপাশি আক্রান্ত হন আতিউর। তাঁর পরিবারে বৃদ্ধ বাবা-মা এবং পাঁচ ভাইবোন রয়েছেন।

    গত তিন বছর ধরেই তিনি সম্বলপুরে শ্রমিকের কাজ করছিলেন। আতিউরের বাবা আমির হোসেন বলেন, 'ছেলে আক্রান্ত হয়েছে শুনে খুব আতঙ্কের মধ্যে রয়েছি। শুনেছি, ওকে যে ভাবে মারধর করা হয়েছে, তাতে নাকি ঠিকমতো চলাফেরাই করতে পারবে না। যে ভাবে হোক ছেলেকে ফিরিয়ে আনব।' সংশ্লিষ্ট এলাকার স্কুল শিক্ষক মোমিনুল হক বলেন, 'বিষয়টি অত্যন্ত উদ্বেগের। আমরা প্রত্যেকেই ভারতীয়। তার পরেও কেন এ ভাবে বাংলায় কথা বলার অভিযোগে আক্রান্ত হতে হচ্ছে! প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়।'

  • Link to this news (এই সময়)