• BSF-র হাতে আটক বাংলাদেশি মহিলার চাঞ্চল্যকর অভিযোগ, গ্রেপ্তার ভারতীয় এক হোটেল মালিক
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৫
  • কাজের টোপ দিয়ে এক বাংলাদেশি মহিলাকে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ ভারতীয় এক হোটেল মালিকের বিরুদ্ধে। ঘটনায় তদন্তে নেমে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। নদিয়ার ভীমপুর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    সূত্রের খবর, নদিয়ার মধুপুরের ১৬১ নম্বর ব্যাটেলিয়ান ২২ বছর বয়সি এক মহিলাকে প্রথমে আটক করে। মহিলার কাছ থেকে সমস্ত কিছু শোনার পর বিষয়টি পুলিশের কাছে হস্তান্তর করে BSF। মামলা রুজু হয় থানায়। ম্যাজিস্ট্রেটের গোপন জবানবন্দিতে বাংলাদেশি মহিলা স্বীকার করে নেন, তাঁকে জোরপূর্বক কাজের টোপ দিয়ে প্রথমে তাঁকে ভারতে নিয়ে আসা হয়। এর পরে নদিয়ার বাহাদুরপুরের একটি হোটেলে বিক্রি করে দেওয়া হয়। পরবর্তীতে জোরপূর্বক তাঁকে দেহ ব্যবসায় নামিয়ে দেওয়া হয়। শুরু হয় মানসিক এবং শারীরিক অত্যাচার।

    মহিলার অভিযোগ, তাঁর টাকা পয়সা এবং মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। প্রাণে বাঁচতে ওই মহিলা হোটেল থেকে পালিয়ে গিয়ে আবারও বাংলাদেশে যাওয়ার চেষ্টা করলে BSF তাঁকে ধরে ফেলে। পরবর্তীতে মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

    এর পরে হোটেল মালিক বচ্চন ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। শুক্রবার অভিযুক্ত হোটেল মালিককে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়। সম্প্রতি নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে একদিকে যেমন পদক্ষেপ নিচ্ছে বিএসএফ, অন্যদিকে একই ভাবে পদক্ষেপ নিচ্ছে রাজ্য পুলিশ। তবুও কমছে না অপরাধমূলক কাজ।

  • Link to this news (এই সময়)