• আজ থেকে শুরু এসআইআর শুনানি, দুপুরে কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল, দাবি কী?
    বর্তমান | ২৭ ডিসেম্বর ২০২৫
  • কলকাতা, ২৭ ডিসেম্বর: আজ, শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআরের শুনানি পর্ব। ঠিক কতজন ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়বে, তা নিশ্চিত হবে শুনানির মাধ্যমেই। নিজেদের ভোট বাঁচাতে এদিন সকাল থেকে শুনানি কেন্দ্রে ভিড় করেছেন আতঙ্কিত নোটিশ প্রাপকরা। কলকাতা থেকে জেলা, রাজ্যের সর্বত্রই ধরা পড়েছে এই দৃশ্য। এর মধ্যেই এসআইআরের শুনানির নামে যাতে কোনও ভোটারকে হেনস্তা না করা হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তৃণমূল। এই ইস্যুতে এদিন দুপুরে রাজ্য নির্বাচন কমিশনে যাচ্ছে রাজ্যের শাসকদলের একটি প্রতিনিধিদল। এসআইআরের অজুহাতে তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে একাধিকবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তৃণমূলের কর্মীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

    এসআইআর শুনানির জন্য রাজ্যজুড়ে ৩ হাজার ২৩৪টি কেন্দ্র তৈরি করা হয়েছে। মোট তিন থেকে চারজনের তত্ত্বাবধানে হবে হিয়ারিং। থাকবেন ইআরও, এইআরও, মাইক্রো অবজার্ভার। কোনও কোনও জায়গায় বিএলও সুপারভাইজারও। শুনানিতে কার্যত সিসি ক্যামেরার ভূমিকা পালন করবেন মাইক্রো অবজার্ভাররা। কমিশন সূত্রে খবর, প্রতিটি বিধানসভা কেন্দ্রে ১১ জন করে মাইক্রো অবজার্ভার থাকার কথা। সেই হিসেবে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য মাইক্রো অবজার্ভার প্রয়োজন ৩,২৩৪ জন। বাড়তি অনেক পর্যবেক্ষক নিয়োগ করে রাখা হয়েছে। রাজ্যজুড়ে আজ, শনিবার থেকে শুনানি শুরু হলেও শুক্রবারই দক্ষিণ ২৪ পরগনার ফলতা ও ডায়মন্ডহারবার বিধানসভার ২৬টি বুথ দিয়ে শুরু হয়েছে শুনানি পর্ব। 
  • Link to this news (বর্তমান)