টানা ৪৮ ঘণ্টা কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে! উত্তরবঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস হাওয়া অফিসের
প্রতিদিন | ২৭ ডিসেম্বর ২০২৫
নিরুফা খাতুন: বছরের শেষের দিনগুলিতে ঝোড়ে ব্যাটিং শীতের! রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ। লাগাতার ৪৮ ঘণ্টা কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কুয়াশার দাপট! বেশিরভাগ জেলাতেই ঘন কুয়াশা।
বড়দিন থেকে রাজ্যে থাবা বসাতে শুরু করেছে শীত। আজ, শনিবারও শহরের তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে নতুন বছরের শুরু থেকে ফের বাড়বে বঙ্গের তাপমাত্রা। উত্তর ভারতে লাগাতার আছড়ে পড়ছে পশ্চিম ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৩০ ডিসেম্বর, মঙ্গলবার। তার প্রভাবে বাড়বে তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। হাওয়া অফিসের পূর্বাভাস, নতুন বছরের শুরুতে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
২৫ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। তারপর থেকে টানা ৪৮ ঘণ্টা সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রির ঘরে। আরও দু-তিন দিন একই রকম আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে! আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি।
অন্যদিকে, উত্তরবঙ্গজুড়ে ঘন কুয়াশার সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। আজ, শনিবার ও কাল রবিবার পার্বত্য এলাকা-সহ কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারের নিচে নামতে পারে। বাকি জেলাতে ২০০ থেকে ৫০০ মিটার কোথাও কোথাও হাজার মিটারে পর্যন্ত দৃশ্যমানতা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার পূর্বাভাস। দার্জিলিং-সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।