• জাত তুলে গালাগালির প্রতিবাদ করায় ত্রিপুরার পড়ুয়াকে খুনের অভিযোগ, গ্রেপ্তার ৫
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৫
  • বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় এক পড়ুয়াকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল ওই পড়ুয়াকে। আক্রান্ত হওয়ার প্রায় দুই সপ্তাহ পরে মৃত্যু হয়েছে তাঁর। উত্তরাখণ্ডের দেরাদুনের ঘটনা। খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক।

    পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অ্যাঞ্জেল চাকমা (২৪)। ত্রিপুরার বাসিন্দা ওই যুবক দেরাদুনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পড়ুয়া ছিলেন। তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার ডিগ্রির পড়াশোনা করছিলেন। পুলিশ জানিয়েছে, গত ৯ ডিসেম্বর, সেলাকুই এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল অ্যাঞ্জেলকে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

    সেলাকুই এলাকার পুলিশ আধিকারিক জিতেন্দ্র কুমার জানিয়েছেন, একটি মদের দোকানে সামনে বচসার জেরে ওই হামলার ঘটনা ঘটে।

    পুলিশ সূত্রে খবর, এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন অ্যাঞ্জেলের ভাই মাইকেল চাকমা। তাঁর অভিযোগ, প্রয়োজনীয় কয়েকটি জিনিস কেনার জন্য গিয়েছিলেন তাঁরা। সেখানেই কয়েক জন মদ্যপ অবস্থায় এসে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। জাত তুলে গালাগালি করা হয়েছিল অ্যাঞ্জেলকে। এর প্রতিবাদ করায় তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়। ধারালো ছুরি দিয়ে কোপানো ছাড়াও রড দিয়ে বেধড়ক মারধর করা হয় অ্যাঞ্জেলকে। সেই দিন মাইকেলকেও মারধর করা হয়েছিল বলে অভিযোগ।

    পুলিশ জানিয়েছে, গত ১২ তারিখে এই নিয়ে অভিযোগ দায়ের করেন মাইকেল। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে। তবে মূল অভিযুক্ত যশ অগস্থি পলাতক। সেই ব্যক্তি সীমান্ত পার করে পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।

    দেরাদুনের সিনিয়র পুলিশ সুপার অজয় সিং জানিয়েছেন, যশকে গ্রেপ্তার করার জন্য তল্লাশি অভিযান চলছে। এই নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)